Showing posts with label বাংলায় ইংরেজি শেখো. Show all posts
Showing posts with label বাংলায় ইংরেজি শেখো. Show all posts

Thursday, June 4, 2020

Modal Verb

জেনে নেওয়া যাক Modal Verb কারা – 
Can
Could
May
Might
Will
Would
Shall
Should
Must
Ought to
These are called are ‘Modal Verbs’.



Semi Modals
এছাড়াও কিছু Semi Modals আছে। 
Need
Dare
Used to
Need, Dare, Use এদেরকে Semi Modals বলে, কারন – এরা যেমন Main Verb হিসাবে কাজ করে ঠিক তেমনি Auxiliary Verb হিসাবেও কাজ করে।



May
# সম্ভাবনা এবং অনুমতি অর্থে “May” কে ব্যবহার করা হয়। যেমন –

আমি কি আসতে পারি? (এটা একটা অনুমতি, মানে আপনি কারো কাছে একটা অনুমতি চাইছেন)
May I come in?

আগামীকাল বৃষ্টি হতে পারে। (এটা একটা সম্ভবনা, বৃষ্টি হতেও পারে আবার নাও পারে)
It may rain tomorrow.

আরও কয়েকটি উদাহরণ দেখা যাক যাতে পুরো Clear হয়ে যায় – 
May I go? – আমি কি যেতে পারি?
May I eat? – আমি কি খেতে পারি?
May I begin? – আমি কি শুরু করতে পারি?
May I smoke? – আমি কি ধূমপান করতে পারি?
May I ask why? – আমি কি জিজ্ঞেস করতে পারি কেন?
May I go home? – আমি কি বাড়ি যেতে পারি?
May I eat this? – আমি কি এটি খেতে পারি?
May I help you? – আমি কি তোমাকে সাহায্য করতে পারি?

এই বাক্যগুলি সবই “অনুমতি” অর্থে ‘May’ কে ব্যবহার করা হল। এগুলি খুবই কমন প্রশ্ন যা আমাদের প্রতিদিন কাজে লাগে। তাই আপনার উচিত এগুলি ভালো করে শিখে রাখা। তবেই আপনার Spoken English ভালো হবে। 
এখান থেকে আর একটি জিনিস clear হয়ে যাওয়া ভালো – যখন আমরা ‘May’ দিয়ে প্রশ্ন করব, মোটামুটি সেটা “অনুমতি চাওয়া” বোঝায়।

সম্ভাবনা অর্থে May এর ব্যবহার
It may snow. – তুষারপাত হতে পারে।
They may go. – তারা যেতে পারে।
You may sit. – আপনি বসতে পারেন।
She may come. – সে আসতে পারে।
You may stay. – তুমি থাকতে পার।
That may work. – এটি কাজ করতে পারে।
You may begin. – আপনি শুরু করতে পারেন।
You may speak. – আপনি কথা বলতে পারেন।

ইচ্ছে অর্থে May এর ব্যবহার করা হয়
তুমি দীর্ঘজীবী হও – May you live long.
ভগবান তোমার সহায় হন – May God help you. 
তুমি সুখী হও – You may be happy.




Might
# May এর Past Tense হল Might

সে আসতে পারে। – She might come.
It might rain tomorrow. – আগামীকাল বৃষ্টি হতে পারে।
I might go to office. – আমি অফিসে যেতে পারতাম। (সম্ভবনা ছিল)


সম্ভবনা এবং সৌজন্য প্রকাশ করতে Might ব্যবহার করা হয়।

তুমি আমার ফোনটি ব্যবহার করতে পার। (সৌজন্য)
You might use my phone.

তুমি আমার পেনটি ব্যবহার করতে পার। (সৌজন্য)
You might use my pen.

আপনি জিততে পারেন। (সম্ভবনা)
You might win.




Can
Can, Could এর ব্যবহার 
এককথায় Can মানে হল – পারা
আর Could মানে হল – পারতাম।

কোনো একটি কাজ করতে পারব কি না বা সেটি করা সম্ভব কি না তা বলার সময় বাক্যে can ব্যবহার করা হয়। মানে ‘সামর্থ্য’ অর্থে “can” কে ব্যবহার করা হয়। আবার কখনো কোনো কিছুর ‘অনুমতি’ দিতে বা কোনো কিছুতে ‘অনুরোধ’ করতেও বাক্যে “Can” ব্যবহার করা হয়।
তাহলে চলুন এক এক করে শেখা যাক কিভাবে Can কে ব্যবহার করা হয়?

আমি সাঁতার কাটতে পারি। (এখানে “পারা” বা ‘সামর্থ্য’ বোঝাতে এটি ব্যবহার করা হয়েছে)
I can swim.

আমি খেলতে পারি। 
I can play.

পাখিরা উড়তে পারে।
The birds can fly.

আমরা জল ছাড়া বাঁচতে পারি না। (এটা Negative Sentence বা না বাচক বাক্য)
We can’t live without water.

তুমি কি আসতে পারবে? (‘অনুরোধ’)
Can you come?

তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? 
Can you help me?

Can I eat? – আমি কি খেতে পারি? (‘অনুমতি’)

Can I come? – আমি কি আসতে পারি? (‘অনুমতি’)




Could
Could এর ব্যবহার 
“Can” এর past form হল “Could”. 
Could মানে হল – পারতাম।

আমি ইংরেজি বলতে পারতাম।
I wish I could speak English.

সে কাজটি করতে পারত। 
He could do the work.

তুমি কি আমাকে পথটা বলতে পারবে? (‘অনুরোধ’)
Could you tell me the way?

সৌজন্য প্রকাশের জন্য “Could” কে Present Tense এ ব্যবহার করা হয়ে থাকে। 
যেমন – 
Could I use your pencil?
আমি কি আপনার পেন্সিল ব্যবহার করতে পারি?
Could I use your phone?
আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি?

এখানে আমরা ‘can’ ব্যবহার করতে পারতাম কিন্তু “Could” ব্যবহার করার ফলে বাক্যটি অনেক Polite হয়ে গেল এবং এতে একটা সৌজন্য প্রকাশ পেল।





Should
# Should / Would এর ব্যবহার
Should এবং Would এর ব্যবহার শেখার আগে আপনার Shall, Will এর ব্যবহার শেখা উচিত। নাহলে Should এবং Would এর ব্যবহার বুঝতে অসুবিধা হতে পারে। তাই আমি বলব আগে Shall, Will এর ব্যবহার ভালো করে শিখুন। 


Shall এর Past form হল Should
সাধারণত বাক্যে ‘উপদেশ’ বা ‘উচিত’ বোঝাতে Should এর ব্যবহার করা হয়। 
যেমন – 
আমার কীভাবে জানা উচিত?
How should I know?

তোমার কঠোর পরিশ্রম করা উচিত। 
You should work hard.

তোমার এখন যাওয়া উচিত। 
You should leave now.






Ought to
# কোন বাক্যে উচিত বোঝালে যেমন should ব্যবহার হয়। ঠিক তেমনি ‘Should’ এর পরিবর্তে আমরা ‘Ought to’ ব্যবহার করতে পারি।

We ought to obey the law.
আমাদের উচিত আইন মেনে চলা।

এখানে আমরা ‘ought to’ এর পরিবর্তে আমরা ‘should’ ব্যবহার করতে পারতাম। 
We should obey the law.

আবার – 
You ought to thank him.
তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত।

I think you ought to listen.
আমার মনে হয় আপনার শোনা উচিত।

Request বা অনুরোধ করতে ‘Should’ এর ব্যবহার

আমি কি একটা ফোন করতে পারি?
Should I make a phone call, please?

আমি কি অপেক্ষা করব? 
Should I wait? 





Would
Would এর ব্যবহার 
Will এর অতীত কাল বা Past form হল ‘Would’
# সৌজন্য এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে ‘Would’ ব্যবহার করা হয়

আমি সাঁতার কাটতাম।
I would swim.

সে ধূমপান করত। 
He would smoke.

Would you please lend me some money?
আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন? (সৌজন্য)

He would read eight hours per day. 
তিনি প্রতিদিন আট ঘন্টা পড়তেন। (অনিয়মিত অভ্যাস)

Polite request বা ভদ্রোচিত অনুরোধ বা নমনীয়তার খাতিরে বা প্রশ্ন করতে ‘Would’ ব্যবহার হয়।

আপনি কি এটা কিনতে চান?
Would you like to buy this?

তুমি কফি না চা খাবে? 
Would you like coffee or tea?

তুমি কি কিছু খেতে চাও? 
Would you like something to eat?



Must
Must এর ব্যবহার
Must কে অনেক ভাবেই ব্যবহার করা হয়, যেমন – বাধ্যতা, অনুমান, নিশ্চয়তা, দৃঢ় সংকল্প বোঝাতে ব্যবহার করা হয়।

# অবশ্যই করতে হবে এই রকম বোঝালে Must ব্যবহার করা হয়।

তোমাকে যেতে হবে। 
You must go. (বাধ্যতা)

তোমাকে এক্ষুনি যেতে হবে। (বাধ্যতা)
You must go at once.

তাকে অবশ্যই একজন ভারতীয় হতে হবে।
He must be an Indian.

আমি অবশ্যই তাকে যেকোন মূল্যে সহায়তা করব।
I must help her at any cost.

Semi Modals:
Need, Dare, Use এদেরকে Semi Modals বলে কারন এরা যেমন Main Verb হিসাবে কাজ করে ঠিক তেমনি Auxiliary Verb হিসাবেও কাজ করে।

Need
# কোনকিছু প্রয়োজন অর্থে বা করতে হবে অর্থে Need ব্যবহার করা হয়
We need a car.
আমরা একটা গাড়ী প্রয়োজন।

I need to check.
আমাকে চেক করতে হবে।

I need to know.
আমার জানা দরকার.



Dare
# সাহস করা অর্থে dare ব্যবহার করা হয়।

He didn’t dare to speak to her.
সে তার সাথে কথা বলার সাহস পেল না।

Don’t you dare come back again!
তোমার কি আবার ফিরে আসার সাহস নেই!

I dare death.
আমি মৃত্যুকে তুচ্ছ করি।





Used to
# অতীতের কোন অভ্যাস বা অতীতে কোন কাজ করা হত এই রকম বোঝালে Used to ব্যবহার করা হয়।

He used to go to office by car.
তিনি গাড়িতে করে অফিসে যেতেন।

I used to play cricket.
আমি ক্রিকেট খেলতাম।

I used to live here. 
আমি এখানে থাকতাম।

preposition in bengali

**Around – কাছাকাছি, আশেপাশে, চতুর্দিকে

Is there a post office around here?
এখানে কাছাকাছি একটি পোস্ট অফিস আছে কি?

He made a journey around the world.

They are moving around Victoria.



** Behind – পেছনে, আড়ালে

He hid behind the tree.
সে গাছের পেছনে লুকালো।

He hid it behind the door.
Stay behind me.
Shut the door behind you.



** Beside – পাশে, কাছে, বা নিকটে

I’m walking beside her.
আমি তার পাশে হাঁটছি।

Everybody wants to sit beside her.
Can I sit beside you?
There is a river beside the house.



** Between – দুইয়ের মাঝে একটি বা দুইয়ের মধ্যে বা মধ্যবর্তী স্থানে

He was sitting between Mary and Tom.
সে মেরি এবং টমের মাঝে বসেছিল।

I sat between Tom and John.



** Beyond – পেরিয়ে, কোন বিশেষ দূরত্বের চেয়ে আরও দূরে।

The village is situated beyond the river.
গ্রামটি নদীর অপর প্রান্তে অবস্থিত।

My house is beyond that bridge.



** Below – নিচে

His flat is below mine.
তার ফ্ল্যাটটি আমার ফ্ল্যাটের নিচে। 
My room is just below.
A fish is playing just below the water surface.



** Beneath – নীচে, তলায়

They sat beneath a tree.
তারা গাছের তলায় বসেছিল।
The money was hidden beneath the house.



** In – (মধ্যে, ভিতরে) -বড় জায়গার আগে in বসে

The ball is in the box.
I’m in bed.
Stay in bed.
I’m in school.
I am in London.
I live in town.
I’m in the city.




** At – (প্রতি, সম্পর্কে, -তে) ছোট জায়গা বোঝাতে at বসে।

He is at the shop. 
সে দোকানে আছে।

আবার
He is in the shop.
সে দোকানের ভেতরে আছে।

Kamal lives at Raypur.
কমল রায়পুরে থাকে।

Note –  সাধারণত বড় জায়গার আগে in বসে, আর ছোট জায়গা বোঝাতে at বসে। কিন্তু গ্রামে বা জেলায় বোঝালে in বসে।



** On – উপরে

The ball is on the table.
বলটি টেবিলের উপর।

The book is on the table.

The clock on the wall is slow.

He put the food on the table.

 


** Above – উপরে, উপর

The moon was above the horizon.
চাঁদ দিগন্তের উপরে ছিল।

A bird soared above.

I saw the moon above the roof.




** Over – উপর, উপরে

The fan is over my head.
পাখাটি আমার মাথার উপরে।

He jumped over the wall.

His horse jumped over the fence.




** Under – নিচে, তলদেশে

We can see things under water.
আমরা জলের তলায় জিনিস দেখতে পাই।

It’s under the chair

It’s under the table.

Tom sat under a tree.

Don’t hide under the bed.




** Near – কাছাকাছি, কাছে, নিকট

We live near the border.
আমরা সীমান্তের কাছাকাছি বসবাস করি।

I live near a dam.

I am near the station.

His house is near the subway.

There’s a river near my house.




** Opposite – বিপরীত, উল্টো দিকে

The shop is opposite the bank.
দোকানটা ব্যাংকের উল্টো দিকে।

The flower shop is opposite the park.

They live in the house opposite to ours.




** In front of – সামনে

There is a lake in front of my house.
আমার বাড়ির সামনে একটি হ্রদ আছে।

The teacher stands in front of the students.

He sat in front of me.

We met in front of the school.

She stood in front of the mirror.

I hope no one sits in front of us.

That bus stops in front of my house.

I got a taxi in front of the station.





**Off – হইতে বা থেকে

He jumped off the roof.
সে ছাদ থেকে লাফালো।

k c nag miscellaneous question

https://youtu.be/ji1CYuEeKSA