#সীমারেখা
★ লাইন অব কন্ট্রোল --- ভারত ও পাকিস্তান
★ ডুরান্ড লাইন --- পাকিস্তান ও আফগানিস্তা
★ ম্যাকমোহন লাইন --- ভারত ও চীন
★ ম্যাজিনো লাইন --- জার্মান ও ফ্রান্স
★ ব্লু লাইন --- ইসরায়েল ও লেবানন
★ সনোরা লাইন --- যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
★ ওডারনিস লাইন --- জার্মানি ও পোল্যান্ড
★ ৩৮ তম অক্ষরেখা --- উত্তর ও দক্ষিণ কোরিয়া
★ গ্রীণ লাইন --- সিরিয়া ও ইসরায়েল
★ Radcliffe Line --- বাংলাদেশ ও ভারত
★ লাইন অব একচুয়াল কন্ট্রোল --- চীন ও ভারত
★ ম্যাকনামারা লাইন --- উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
#প্রণালী
যেসব দেশকে পৃথক করেছে
★ পক প্রণালী --- ভারত ও শ্রীলংকা
★ জিব্রাল্টার প্রণালী --- আফ্রিকা ও ইউরোপ, স্পেন ও মরক্কো
★ মালাক্কা প্রণালী --- ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
★ বেরিং প্রণালী --- এশিয়া ও উত্তর আমেরিকা
★ ফ্লোরিডা প্রণালী --- ফ্লোরিডা ও কিউবা
★ সুন্দা প্রণালী --- সুমাত্রা ও জাভা
★ ডোভার প্রণালী --- ফ্রান্স ও ব্রিটেন
★ বসফরাস প্রণালী --- এশিয়া ও ইউরোপ
★ ইংলিশ চ্যানেল --- ব্রিটেন ও ফ্রান্স।
★ মেসিনা প্রণালী --- সিসিলি ও ইতালি
★ বাব-এল-মানদেব --- এশিয়া ও আফ্রিকা,
★ হরমুজ প্রণালী --- ওমান ও ইরান
★ দার্দানেলিস প্রণালী --- এশিয়া ও ইউরোপ
#যেসব সাগর ও মহাসাগরকে সংযুক্ত করেছে:-
★ পক প্রণালী --- ভারত মহাসাগর ও আরব সাগর
★ মালাক্কা প্রণালী --- বঙ্গোপসাগর ও জাভা সাগর
★ বেরিং প্রণালী --- উত্তর সাগর ও বেরিং সাগর
★ সুন্দা প্রণালী --- ভারত মহাসাগর ও জাভা সাগর
★ ডোভার প্রণালী --- ইংলিশ চ্যানেল ও উত্তর সাগর
★ বসফরাস প্রণালী --- মর্মর সাগর ও কৃষ্ণ সাগর
★ ইংলিশ চ্যানেল --- আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগর
★ বাব-এল-মানদেব --- এডেন সাগর ও লোহিত সাগর
★ হরমুজ প্রণালী --- পারস্য উপসাগর ও ওমান উপসাগর
★ জিব্রাল্টার প্রণালী --- উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগর
★ ফ্লোরিডা প্রণালী --- মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর
★ দার্দানেলিস প্রণালী --- এজিয়ান সাগর ও মর্মর সাগর
★ মেসিনা প্রণালী --- টিরহেনিয়ান সাগর ও আইওনিয়ান সাগর
।
No comments:
Post a Comment