Monday, June 15, 2020

basic

গণিতের বেসিক থেকে কিছু প্রশ্ন প্রায় সব চাকরির
পরীক্ষায় থাকে। তাই যারা গণিত নিয়ে খুব চিন্তায়
থাকেন তারা এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য
রাখুন।
(১) একটি পঞ্চভুজের সমষ্টি?
– ৬ সমকোণ
(২) একটি সুষম ষড়ভুজের অন্ত:কোণগুলোর
সমষ্টি
– ৭২০ ডিগ্রি
(৩) বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল
বৃদ্ধি পায়
– ৯গুন
(৪) কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখন্ড যে
বিন্দুতে ছেদ করে তাকে বলে
– অন্ত:কেন্দ্র
(৫) স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের
অন্তর্ভুক্ত কোণ–
– ৯০ ডিগ্রী
(৬) জ্যা’ শব্দের অর্থ কি?
– ভূমি
(৭) দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ
হলে একটিকে অপরটির কি বলে?
– সম্পূরক কোণ
(৮) একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত
যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি
হবে
– দুই সমকোণ(১৮০°)
(৯) < A ও < B পরস্পর সম্পূরক কোণ ৷ < A=115°
হলে < B=কত?
– 65°
(১০) দুটি পূরক কোণের সমষ্টি কত?
– ৯০°
(১১) সম্পূরক কোণের মান কত?
– ১৮০°
(১২) কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে
উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি
– ৩৬০ ডিগ্রী

No comments:

Post a Comment

k c nag miscellaneous question

https://youtu.be/ji1CYuEeKSA