গণিতের বেসিক থেকে কিছু প্রশ্ন প্রায় সব চাকরির
পরীক্ষায় থাকে। তাই যারা গণিত নিয়ে খুব চিন্তায়
থাকেন তারা এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য
রাখুন।
(১) একটি পঞ্চভুজের সমষ্টি?
– ৬ সমকোণ
(২) একটি সুষম ষড়ভুজের অন্ত:কোণগুলোর
সমষ্টি
– ৭২০ ডিগ্রি
(৩) বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল
বৃদ্ধি পায়
– ৯গুন
(৪) কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখন্ড যে
বিন্দুতে ছেদ করে তাকে বলে
– অন্ত:কেন্দ্র
(৫) স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের
অন্তর্ভুক্ত কোণ–
– ৯০ ডিগ্রী
(৬) জ্যা’ শব্দের অর্থ কি?
– ভূমি
(৭) দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ
হলে একটিকে অপরটির কি বলে?
– সম্পূরক কোণ
(৮) একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত
যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি
হবে
– দুই সমকোণ(১৮০°)
(৯) < A ও < B পরস্পর সম্পূরক কোণ ৷ < A=115°
হলে < B=কত?
– 65°
(১০) দুটি পূরক কোণের সমষ্টি কত?
– ৯০°
(১১) সম্পূরক কোণের মান কত?
– ১৮০°
(১২) কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে
উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি
– ৩৬০ ডিগ্রী
No comments:
Post a Comment