Friday, May 15, 2020

বিশ্বব্যাংক


১. বিশ্বব্যাংকের প্রকৃত নাম- ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (International Bank for Reconstruction Development)
২. বিশ্বব্যাংক গ্রুপ  গটিত হয়েছে- IBRD, IDA, IFC, MIGA, ICSID.
৩. বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়-১৯৪৪ সালে।বিশ্বব্যাংক কার্যক্রম শুরু করে- ২৫ জুন, ১৯৪৬ সালে। 
৫. বিশ্বব্যাংক প্রতিষ্ঠার জন্য প্রথম ব্রিটন উডস চুক্তি স্বাক্ষরিত হয়= ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
৬. প্রথম ব্রিটন উডস চুক্তিতে স্বাক্ষর করে- ২৯টি দেশ।
৭. বিশ্বব্যাংক  প্রতিষ্ঠার উদ্দেশ্য- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিধ্বস্ত ইউরোপের অর্থনীতি পূর্ণগঠনের জন্য।

৮. বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত= যুক্তরাষ্টের ওয়াশিংটন ডিসিতে।
৯. বিশ্বব্যাংকের শীর্ষ অংশীদার- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ফ্রান্স, চীন ও ভারত।
১০. বিশ্বব্যাংকের প্রথম প্রেসিডেন্ট- ইগুনে মেয়ার (১৯৪৬ থেকে ডিসেম্বর ১৯৪৬ সাল পর্যন্ত)।
১১. বিশ্বব্যংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী একমাত্র দেশ- কিউবা।
১২. বিশ্বব্যাংকের কার্যনির্বাহী পরিচালকমলীর সদস্য সংখ্যা= ২৪ টি।
১৩. World Development Report প্রস্তুতকারী সংস্থা হলো- বিশ্বব্যাংক।
১৪. বিশ্বব্যাংকের আয়ের উৎস হলো= সদস্য দেশগুলোর চাঁদা।
১৫. সর্বাধিক চাঁদা প্রদানকারী দেশ হলো= যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি ও ফ্রান্স।
১৬. বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট- ডেভিড ম্যালপাস (১৩তম) ।
১৭. বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ- ৫ বছর।
১৮. বিশ্বব্যাংকের প্রথম নারী এমডি হলেন- ভারতের অংশুলা কান্ত (১৫ জুলাই, ২০১৯)।
১৯. বিশ্বব্যাংকের প্রেসিডেন্টেকে নিয়োগ দেয়া হয়- যুক্তরাষ্ট্র থেকে।
২০. বিশ্বব্যাংকের সর্বশেষ সদস্য- নাউরু
..
বিশ্বব্যাংক(World Bank)

★ বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালে

★ বিশ্বব্যাংকের সদরদপ্তর- ওয়াশিংটন ডিসি 

★ বিশ্বব্যাংকের বর্তমান সদস্য- ১৮৯

★ বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট- David Malpas

★ বিশ্বব্যাংকের গঠিত হয়- ব্রিটন উডস চুক্তির মাধ্যমে

★ বিশ্বব্যাংকের মূল সংস্থা- ৫টি;

• ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্স্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট (International Bank for Reconstruction and Development) (IBRD)

• ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (International Development Association) (IDA)

• ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (International Finance Corporation) (IFC)

• মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (Multilateral Investment Guarantee Agency) (MIGA)

• ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস (International Centre for Settlement of Investment Disputes) (ICSID)

★ বিশ্বব্যাংক বলতে মূলত IBRD + IDA কে বোঝানো হয় 

★ জাতিসংঘের সদস্য না হয়েও বিশ্বব্যাংকের সদস্য- কসোভো

★★★ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্স্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট (IBRD)
সদস্য রাষ্ট্র- ১৮৯
সর্বশেষ সদস্য- টুভ্যালু
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি

★★★ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (IDA)
সদস্য রাষ্ট্র- 173
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি

★★★ ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (IFC)
সদস্য রাষ্ট্র- 185
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি

★★★ মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA)
সদস্য রাষ্ট্র- 182
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি

★★★ ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস(ICSID)
সদস্য রাষ্ট্র- 154
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি

No comments:

Post a Comment

k c nag miscellaneous question

https://youtu.be/ji1CYuEeKSA