১। বহুল আলোচিত মার্কিন দ্বীপ ‘গুয়াম’ এর রাজধানীর নাম কী ?
= হাগাত্না.
২। সম্প্রতি মীমাংসিত আর্জেন্টিনা ও বৃটেনের মধ্যকার বিরোধপূর্ণ ‘ফকল্যান্ড’ দ্বীপের রাজধানীর নাম কী ?
= পোর্ট অব স্ট্যানলি
৩। দোজাংখা কোন দেশের ভাষা ?
= ভূটানের
৪। চীন ও রাশিয়ার মর্ধবর্তী দেশটির নাম কী ?
= মঙ্গোলিয়া
৫ । জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে ?
= বিজয়লক্ষ্মী পণ্ডিত
৬ । বসনিয়া হার্জেগোভিনাকে বিভক্তকারী নদীটির নাম কী ?
=দ্রিনা
৭ । ক্যাম্প এক্সরে কোথায় অবস্থিত ?
= গুয়েতেমালা উপসাগরে
৮ । ক্যাম্পডেভিড চুক্তির মধ্যস্থতাকারী কে ?
= জিমি কার্টার । আর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল বিল ক্লিনটন
৯ । টাইগার হিল কোথায় অবস্থিত ?
= কাশ্মীরে
১০ । ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রের পরিচালক কে ?
= স্যাম ব্যাসিল
১১। ১ম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিল ?
= উড্রো উইলসন
১২।ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন যুদ্ধের সাথে জড়িত?
= ক্রিমিয়ার যুদ্ধ
১৩। কোন সংস্থা সর্বাধিকবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে?
= রেডক্রস । এর ৩টি প্রতীক রয়েছে ।
১৪। মদিনা সনদে কতটি ধারা ছিল ?
= ৪৭টি
১৫ ।’ইস্তানা নেগারা’ কোন দেশের রাজ প্রাসাদ ?
= মালয়েশিয়া
১৬ । বৃটেনের অর্থমন্ত্রীকে কী বলে
= চ্যান্সেলর অব এক্সাচেকার
১৭ । ইউরোপে রেনেসা শুরু হয় কোন শব্দাতীতে ?
= চতুর্দশ
১৮ । ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন ?
= মিশর
১৯ । সার্কের সকল সিদ্ধান্ত গৃহীত হয়
= সর্বসম্মতিক্রমে
২০ । ইতিহাসখ্যাত ‘পঞ্চশীলা ‘ কবে স্বাক্ষরিত হয় ?
= ১৯৫৪ সালে
২১ । এজেন্ডা-২১ গৃহীত হয় কোন সম্মেলনে ?
= রিওডি জেনেরিও
২২। চ্যানেল ৫৭ প্রবাহিত হয়েছে কোন স্থাপনার নিচ দিয়ে ?
= বার্লিন প্রাচীর
২৩। ভূ-রাজনীতি বিষয়ক ‘'Pivots'' বলতে কোন অঞ্চলকে বুঝায় ?
= ইউরোশিয়া
২৪। আন্তর্জাতিক রেডক্রস দিবস কবে ?
= ৮মে
২৫।ইরাকের প্রাচীন ঐতিহাসিক নগরী ‘ব্যাবলিয়ন’ কোন নদীর তীরে গড়ে ওঠেছে ?
= ইউফ্রেটিস
২৬ । জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয় ?
= সান ফ্রান্সিসকোতে
২৭ । ‘হরপ্পা ও মহেঞ্জোদারো ‘ কোন সভ্যতায় অবস্থিত ?
= সিন্ধু সভ্যতায়
২৮ । স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রকে ফ্রান্সের দেওয়া বার্থলডি কর্তৃক নির্মিত ১৫০ ফুট উঁচু ‘স্ট্যাচু অব লিবার্টি’ প্রথমে কী নামে পরিচিত হয়?
= Liberty enlightening the world
২৯ । ইউরোপের ধ্রুপদী শিল্প বলতে কোন শিল্পকে বোঝায় ?
= গ্রিক শিল্প
৩০ । তাইওয়ানের পার্লামেন্টের নাম কী?
= কৃপাচিন।
No comments:
Post a Comment