সাধারন বিজ্ঞান :
🔘চাঁদে কোন বিস্ফোরণ ঘটলে শব্দ শোনা যাবেনা- কারণ চাঁদে কোন বায়ুমন্ডল নেই
🔘যে রং দূর থেকে বেশী দেখা যায়- লাল রং
🔘রঙ্গিন টেলিভিশন মৌলিক রং- ৩টি। যথা: ক.লাল খ.সবুজ গ.আসমানী
🔘যে জায়গায় বস্তুুর ওজন বেশী- মেরু অঞ্চলে
🔘যে কাপে চা সবসময় গরম থাকে- সাদা কাপে
🔘যে কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়- কালো কাপে
🔘রঙ্গিন টেলিভিশন থেকে যে রশ্মি বের হয় তা ক্ষতিকারক- গামা রশ্মি
🔘যে পানিতে সবচেয়ে সাঁতার কাটা সহজ- সমুদ্রের পানিতে
🔘অন্ধকারে বাদুঁর চলাফেরা করে- সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
🔘বাতাসে শব্দের গতি প্রায়- ৭৫৭ মাইল
🔘উঁচু পাহাড়ের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত গরার সম্ভাবনা থাকে- কারণ বায়ুর চাপ কম থাকা
🔘উঁচু পাহাড়ে রান্নাবান্না করতে বেশী সময় লাগে তাঁর কারণ- বায়ুর চাপ কম থাকা।
🔘ঘার্মাক্ত শরীর থাকার অবস্থায় বৈদ্যুতিক পাখা ছাড়লে আমরা ঠান্ডা অনুভব করি কারণ- শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়
🔘বৈদ্যুতিক বাল্ব এর ভিতরে সাধারণত যে গ্যাস বেশী থাকে- নাইট্রোজেন গ্যাস
🔘যে মাধ্যমে বায়ুর গতি সবচেয়ে বেশী- কঠিন মাধ্যমে
🔘একটি পদার্থ সাধারণত তিন অবস্থায় থাকতে পারে। যথা:-১.কঠিন ২.তরল ৩.বায়বীয়।
🔘বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারের ক্ষেত্রে যে তাঁর ব্যবহৃত হয়- নাইক্রোম তাঁর
🔘একখন্ড বরফকে পানিতে পরিণত করলে এর আয়তন - বাড়ে
🔘কোন বস্তুুর কাজ করার সার্থ্যকে বলা হয়- শক্তি
🔘কাজের একক- জুল
🔘ক্ষমতার একক- ওয়াট
🔘বলের একক- নিউটন
🔘ওজনের একক- কিলোগ্রাম
🔘তাপমাত্রা পরিমাপের একক- কেলভিন
🔘তড়িৎ প্রবাহের একক- আম্পিয়ার
🔘প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান- মিথেন
🔘টুথপেস্টের প্রধান উপাদান- সাবান ও পাউডার
🔘বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ - একই হয়
🔘আকশে রংধনুর সৃষ্টির কারণ- বৃষ্টির কণা
🔘আকাশে রংধনুর ৭টি রং।যথা:-১.বেগুনী ২.নীল ৩.আসমানী ৪.সবুজ ৫.হলুদ ৬.কমলা ৭.লাল প্রভৃতি। সংক্ষেপে বলা হয় বেনীআসহকলা
🔘গাড়ি থেকে যে কালো ধোঁয়া নির্গত হয় সেটি হল- কার্বণ মনোঅক্সাইড
🔘রাতের বেলায় কুকুর ও বিড়ালের চোখ জলজল করার কারণ - তাদের চোখে টেপেটাম নামক এক ধরণের রঞ্জক পদার্থ থাকে।
🔘একটি নীল বস্তুকে লাল জিনিসের মধ্যে রাথলে সেই বস্তুুকে - কালো দেখায়
🔘প্রাকৃতিক উৎস হতে সবচেয়ে মৃদু ও বিশুদ্ধ পানি পাওয়া যায় -বৃষ্টির পানি
🔘আকাশ নীল দেখায় তার কারণ হচ্ছে- নীল আলোর বিক্ষেপণ বেশী প্রতিফলিত হয়
🔘লোহায় মরিচা ধরা- রাসায়নিক পরিবর্তন
🔘রোধের একক -ওহম
🔘নিউটনের গতির তৃতীয় সূত্র- প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে
🔘পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা চারিদিকে ছিটকে পড়িনা তার কারণ- মধ্যা্কর্ষণ বলের জন্য কিংবা মধ্যাকর্ষণ বলেল প্রভাবে
🔘সূর্যের মধ্যে যে গ্যাস বেশী থাকে- হাইড্রোজেন গ্যস
🔘শিমের বিচি যে জাতীয় খাদ্য- আমিষ
🔘সংকর ধাতুর প্রধান উপাদান - তামা ও দস্তা
🔘রাডারের ক্ষেত্রে যে ধরণের তরঙ্গ ব্যবহৃত হয় - মাইক্রোওয়েভ তরঙ্গ
🔘ডায়াবেটিস রোগের ক্ষেত্রে যে কথাটি সত্য নয়- চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয়
🔘যে খাদ্যে সবচেয়ে বেশী প্রোটিন থাকে- মসুর ডালে
🔘শব্দের তরঙ্গ দৈর্ঘ্যকে যেটি দ্বারা প্রকাশ করা হয়- ল্যামডা
🔘বহুমুত্র রোগের জন্য যে জিনিস দরকার- ইনসুলিন
🔘মানুষের দেহে যে রক্তকণিকা থাকে তা তিন প্রকার। যথা:-১.লোহিত রক্তকণিকা ২.শ্বেত রক্তকণিকা ও ৩.অনুচক্রিকা ।
🔘হাঁড় ও দাতঁকে মজবুত রাখে- ক্যালসিয়াম ও ফসফরাস
🔘লোহিত কণিকার গড় আয়ু মাত্র -১২০ দিন
🔘মানবদেহে রক্ত জমাট বাধঁতে সাহায্য করে- অনুচক্রিকা
🔘শব্দের তীব্রতা পরিমাপের একক- ডেসিবেল
🔘বায়ুর চাপ মাপার পরিমাপক- ব্যারোমিটার
🔘বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম- রেইনগেজ
🔘গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম- ম্যানোমিটার
🔘বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্রের নাম - হাইগ্রোমিটার
🔘উদ্ভিদবৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম -ক্রেসফোগ্রাফ
🔘দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্রের নাম- ল্যাক্টোমিটার
🔘এপিকালচার- মৌমাছি পালন বিদ্যা
🔘এন্টিমোলজী- কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যা
🔘সেরিকালচার- রেশম চাষ বিদ্যা
🔘পিসিকালচার- মৎস্য চাষ বিদ্যা
🔘এভিকালচার- পাখিপালন বিদ্যা
No comments:
Post a Comment