Monday, June 1, 2020

Topic related word in বাংলা

    Business

  • actuary - জম্ম-মৃত্যুর ও বীমার কিস্তি ইত্যাদির হার সম্পর্কে বিশেষজ্ঞ ব্যক্তি ; নিবন্ধক ;
  • advertisement - বিজ্ঞাপন ;
  • assessor - কর নির্ধারক ; বিচারপতির বা শাসকের পরামর্শদাতা ;
  • attorney - আমমোক্তার ; আইন অনুসারে ক্ষমতাপন্ন প্রতিনিধি ; ন্যায়বাদী ;
  • balance - দাড়ি পাল্লা ; ভারসাম্য ; জমাখরচের পূর্ণ সমতা ;
  • benefit - উপকার,উপকৃত হওয়া বা লাভবান হওয়া ;
  • bonus - অতিরিক্ত লভ্যাংশ ; অধিবৃত্তি ;
  • brand - জ্বলন্ত কাঠ খন্ড ; কলঙ্কচিহ্ন ; ব্যবসায়-প্রতিষ্ঠানের চিহ্ন ; কোনও বিশেষ ধরনের জিনিস ;
  • bureaucracy - আমলাতন্ত্র ; আমলাদের পরিচালিত প্রশাসনিক ব্যবস্হা ; আমলাতন্ত্রের কর্মচারিবর্গ ;
  • cashier - কোষাধ্যক্ষ ; খাজাঞ্চী ;
  • circulation - বিক্রীত বা বিলানো সংবাদপত্রাদির সংখ্যা ; পরিভ্রমণ ; প্রদক্ষিণ ; চলাচল ; প্রচার ; প্রচলন ;
  • claim - দাবি ; অধিকার ; যে বস্তু দাবি করা হয় ;
  • cargo - জাহাজে বা এরোপ্লেনে মীত মাল ; মালপত্র ;
  • deficit - অভাব ; ঘাটতি ;
  • dismiss - পদচ্যুত করা ; বিদায় দেওয়া ; প্রত্যাখ্যান করা ;
  • commercial - বাণিজ্য বিষয়ক ;
  • comprehensive - ব্যাপক ; অধিক বুদ্ধিশক্তিসম্পন্ন ;
  • container - ধারণ করে যে (কৌটা, বাক্স প্রভৃতি পাত্র) ;
  • consumer - ভোক্তা ; ব্যবহারকারী ; খরিদ্দার ;
  • contract - চুক্তিবদ্ধ করা ; সঙ্কুচিত করা ; কমানো ;
  • coupon - কোনকিছু পাইবার জন্য টিকিট বা টিকিটের অংশ ;
  • credit - /noun/ (1) খ্যাতি; সুনাম; সম্মান; কৃতিত্বের স্বীকৃতি; বিশ্বাস; সৎ চরিত্র; সুখ্যাতিজনিত প্রতিপত্তি; (2) ধারে বিক্রয়; ঋণ শোধ করার মতো অর্থ বা সামর্থ্য আছে বলে খ্যাতি; অগ্রীম ঋণ; (3) জমা; আকলন; /verb transitive/ (1) বিশ্বাস করা; (2) জমা করা; (3) ধারে বিক্রয় করা; (4) আরোপ করা; ;
  • debit - ঋণ ; দেনা ; খরচের অংক ;
  • discount - বাটা ; ছুট ; নূন্যমূল্য ;
  • employer - মনিব ; নিয়োগকর্তা ; মালিক ;
  • evidence - চিহ্ন ; লক্ষণ ; প্রমাণ ; নজির ; সাক্ষ্য ;
  • feature - পণ্যের বিশেষ বৈশিষ্ট ; মুখের যে কোন অংশ ; মুখাবয়ব ;
  • freight - ভাড়া বা মাশুল ; মাল বহনের জন্য জাহাজাদির ভাড়া ;
  • guarantee - জামিন ; জামানত ; প্রতিভু ; জামিনদার । জামিন হওয়া ;
  • interview - (আলোচনার জন্য) বিভিন্ন লোকের সাক্ষাৎকার ;
  • interest - সুদ ; স্বার্থ ; অংশ ; ভাগ ; লাভ ; কৌতুহল ; মনোযোগ ;
  • irrevocable - অপরিবর্তনীয় ; যাহা ফিরাইয়া আনা যায় না এমন ;
  • loan - ঋণ; ধার; কর্জ; দেনা; দাদন; ; /verb/ধার দেত্তয়া; কর্জ দেত্তয়া; ঋণ দেত্তয়া; ঋণদান; ধার করা টাকা;
  • merchandise - পণ্যদ্রব্য ; ক্রয় বিক্রেয় পণ্য সমাগ্রী ;
  • occupation - /noun/ (1) পেশা বা বৃত্তি; কাজ; (2) ব্যবসা-বাণিজ্য ইত্যাদি; (3) অধিকার, দখল বা দখলের সময়সীমা; (4) বিদেশী সামরিক বাহিনী দ্বারা দেশের নিয়ন্ত্রণ; ;
  • notice - নাম বিজ্ঞাপন ; বিজ্ঞপ্তি ; ঘোষণা ; লক্ষ্য ; মনোযোগ ; সতর্কীকরণ ;
  • overdraft - বেশি ওঠানো টাকা ; অতিরিক্ত গৃহীত টাকার পরিমাণ ;
  • pay - পরিশোধ করা ; পুুরষ্কৃত করা ; শাস্তি দেওয়া ; প্রদান করা ; দেওয়া ; ক্ষতিপূরণ দেওয়া ; বেতন ; মুুজুুরি ; ভাড়া ;
  • payee - পাওনাদার ; যাকে টাকা দিতে হবে ;
  • personnel - কোনও ব্যবসা বা সরকারী প্রতিষ্ঠানের কর্মচারিবৃন্দ ; কর্মচারিবর্গ ;
  • policy - জীবনবীমা , অগ্নিবীমা ইত্যাদির চুক্তিপত্র ; পরিণামদর্শিতা ; বিচক্ষণতা ;
  • poster - বিজ্ঞাপন পত্র ; প্রাচীর পত্র ;
  • prospect - দৃষ্টিগোচর বিস্তৃত দৃশ্য ; আশা ; প্রত্যাশা ;
  • plead - পক্ষসমর্থন করা ; মিনতি করা ; বুঝাইতে চেষ্টা করা ;
  • premium - বীমার জন্য দেয় কিস্তির টাকা ; পুর‍ষ্কার ; পারিতোষিক ;
  • promote - বর্ধিত করা ; উন্নত করা ; উৎসাহিত করা ; ;
  • promotion - পদোন্নতি ; উন্নতি ;
  • quay - জেটি ; জাহাজের মাল বোঝাই করবার বা জাহাজ থেকে মাল খালাস করবার ঘাট ;
  • representative - প্রতিনিধি; দূত; নমুনা; নির্দশ; দালাল; প্রতিনিধিত্বমূলক; প্রতিনিধিস্থানীয়; প্রতিনিধিস্থানীয় ব্যক্তি; নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা শাসিত; ; /adjective/প্রতিনিধিত্বকর; আদর্শস্থানীয়; নমুনাস্বরুপ; প্রতিরুপস্বরুপ; বর্ণনমূলক; বর্ণনাকর; প্রতিনিধি-স্থানীয়;
  • resign - পদত্যাগ করা ; কাজে ইস্থফা দেওয়া ; ত্যাগ করা ;
  • recruit - নতুন সদস্য ; নূতন ভর্তি সৈনিক ; অভাবপূরণ ; প্রবেশী ;
  • retail - খুচরা বিক্রি (করা) ;
  • sponsor - ধর্ম পিতা বা ধর্মমাতা ; কোন অনুষ্টান বা প্রচেষ্টার দায়িত্ব গ্রহণকারী ;
  • stipulate - চুক্তি করা ; কড়ার করা ; চুক্তির দ্বারা স্থির করা ;
  • slot - সরু ছিদ্র ; প্রচারের নির্দিষ্ট সময় ;
  • speculate - চিন্তা করা ; মতবাদ গঠন করা ; ব্যবসায় ঝুঁকি লওয়া ;
  • statement - লিখিত বিবৃতি ; উক্তি ;
  • sue - আদালতে অভিযোগ করা ; নালিশ করা ; অনুসরণ করা ; অনুনয় করা ;
  • target - লক্ষ্যবস্তু ; উদ্দেশ্য ;
  • term - নির্দিষ্ট বা সীমিত কাল ; স্থায়িত্বের কাল ; শর্ত ; শব্দ বা পরিভাষা ;
  • trail - চলার চিহ্ন ; পদাঙ্ক অনুসরণ ; হেঁচরাইয়া লয়ে যাওয়া ; টানিয়া লম্বা হওয়া ;
  • transaction - ব্যবসায়িক লেনদেন বা চুক্তি ; কার্যপরিচালনা ;
  • unanimous - একমত ; সর্বসম্মত ;
  • verdict - মামলায় তথ্যগত কোনো প্রশ্নে জুরির সিদ্ধান্ত ; নির্ণয় ; রায় ;
  • warrant - পরোয়ানা ; হুকুমনামা ; রসিদ ; প্রতিভু ;
  • withdraw - প্রত্যাহার করা ; ফিরিয়ে নেওয়া ; (টাকা) ওঠানো বা তোলা ;
  • blamestorming - দোষারপ করার উদ্দেশ্যে আলোচনা বা বৈঠক ;
  • billboard - সাইনবোর্ড ;
  • customs - আমদানী ও রপ্তানী দ্রব্যের শুল্ক ; বহি:শুল্ক ;
  • way-bill - মালের তালিকা ; যাত্রিগণের তালিকা ;
  • lawsuit - মকদ্দমা ;
  • solicitor - আইনজ্ঞ ; অ্যাটর্নি ; প্রার্থী ;
  • trade-mark - ব্যবসায়িগণের নিজস্ব চিহ্ন ; ট্রেডমার্ক ; পণ্যচিহ্ন ;
  • consensus - সকলের মতের ঐক্য ;
  • minutes - সভার কার্যবিবরণীর সারাংশ ; কার্যবৃ্ত্ত ;
  • handout - বিলিপত্র ;
  • wholesale - পাইকারী বিক্রি ;
  • innovate - নূতন প্রথা প্রবর্তন করা ; পরিবর্তন করা ;
  • reinvent - নিজেকে বা কোনকিছুকে নতুনরূপে বা নতুন সাজে উপস্হাপন করা ;
  • service - অফিসের কাজ ; চাকরের কাজ ; সেবা ; পরিচর্যা ; উপকার ; সাহায্য ; নৌবিভাগীয় বা সামরির কাজ ; সরকারী কাজ ;
  • wholesaler - পাইকারী বিক্রেতা ;
  • retailer - খুচরা বিক্রিতা ; যে ব্যবসায়ী পণ্য আংশিক বা অল্প পরিমাণ বিক্রি করে ;
  • webinar - পারস্পরিক সক্রিয়তায় ওয়াল্ড ওয়াইড ওয়েব এ পরিচালিত সভা বা সেমিনার ; ইন্টারনেটের মাধ্যমে সভা বা উপস্হাপনা যেখানে বিভিন্ন স্হান থেকে অংশগ্রহণ করা য়ায় এবং সরাসরি প্রশ্ন উত্তরের ব্যবস্থা থাকে ;
  • scam - প্রতারণামূলক কাজ বা আচরণ ; প্রতারণা বা ঠকানোর জন্য ব্যবহৃত কৌশল বা ফন্দি ; প্রতারণার মাধ্যমে কোনকিছু অর্জন করা ( যেমন- টাকা) ;

    Feeling & Emotion

  • abhorrence - তীব্র ঘৃণা ;
  • absurd - অসংগত ; অযৌক্তিক ; অদ্ভুত ; হাস্যকর ;
  • admire - শ্রদ্ধা করা ;
  • affection - অনুরাগ ; স্নেহ ;
  • agreement - চুক্তি ; মত ; মিল ; সম্মতি ;
  • amusement - আমোদপ্রমোদ ; ক্রিয়া কৌতুক ;
  • anger - রাগ ; ক্রোধ ;
  • anticipation - প্রত্যাশা ; পূর্বজ্ঞান ; পূর্বাবাস ;
  • anxiety - /noun/ (1) উদ্বেগ; দুশ্চিন্তা; উৎকণ্ঠা; দুশ্চিন্তা বা উদ্বেগের বিষয়; (2) তীব্র কামনা; প্রবল বাসনা; আকাঙ্ক্ষা; ;
  • assumption - অনুমান ; মানিয়া বা ধরিয়া লওয়া ; আছে বলিয়া ভান ;
  • bluff - ধাপ্পাবাজি ; প্রতারণা ;
  • boisterous - কর্কশ ও প্রচন্ড ; হৈচৈইপূর্ণ ;
  • brave - সাহসী ; দুঃসাহসী ; নির্ভীক ;
  • daunt - ভীত করা ; নিরুৎসাহ করা ;
  • disappointment - নিরাশা ; হতাশা ;
  • displeasure - অসন্তোষ ; বিরক্তি ;
  • dissatisfaction - অসন্তোষ, অতৃপ্তি ;
  • compassionate - পরদুঃখকাতর ; করুণা পূর্ণ ; সহানুভূতিসম্পন্ন ; সদয় ;
  • comic - মজার ; হাস্য-রসাত্মক ;
  • concerned - উদ্বিগ্ন ; সংশ্লি্ষ্ট ;
  • confidence - দৃঢ় আস্থা ; দৃঢ় বিশ্বাস ; গুপ্ত কথা ;
  • confusion - বিশৃঙ্খা অবস্থা ; লজ্জা ; অপ্রতিভ অবস্থা ; স্থৈর্যচ্যুতি ; এক জিনিসকে অন্য জিনিস বলে ভুল করা ;
  • content - /noun/ (1) সন্তোষ; তুষ্টি; (2) আয়তন; পরিমাণ; ধারনশক্তি; অভ্যন্তরস্থ বস্তু; (3) ওয়েবসাইট বা অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত প্রকৃত বা সৃজনশীল তথ্যবলী; /adjective/ সন্তুষ্ট; তৃপ্ত; পরিতৃপ্ত; /transitive verb/ সন্তুষ্ট করা; পরিতৃপ্ত করা; /plural/ (1) আধেয়, পাত্র, বই ইত্যাদির মধ্যকার বস্তু সকল; (2) পুস্তকের সূচিপত্র; ;
  • coward - কাপুরুষ ;
  • deplore - পরিতাপ করা ; বিলাপ করা ;
  • discontent - অসন্তোষ ; অসন্তুষ্ট ; অসুখি ;
  • disgust - ঘৃণা, বিরক্তি ; বিরাগ ;
  • earnest - ব্যগ্র, আন্তরিক ;
  • ego - /noun/ আত্মা; আত্মমর্যাদা; অহম; অহংবোধ; স্বাতন্ত্র্যবোধ; ;
  • emotion - প্রবল অনুভূতি ; আবেগ ; উচ্ছ্বাস ; উত্তেজনা ;
  • ecstasy - উল্লাস ; হর্ষোচ্ছাস ; মোহাবিষ্ট অবস্থা ; কবিসুলভ উন্মাদনা
  • entertainment - চিত্তবিনোদন ; আমোদ-প্রমোদ ; আতিথ্যদান ;
  • exotic - বিদেশী ; বহিরাগত বা ভিন্নদেশীয় (খাদ্য, গাছপালা) ; অদ্ভুত; উদ্ভট ; বিচিত্র ; চমকপ্রদ ;
  • exquisite - নিখুঁত সৌন্দর্যপূর্ণ ; চমৎকার ; বিলাসী ;
  • farce - প্রহসন ; হাস্যকর বা অবাস্তব নাটিকা ;
  • feeling - স্পর্শানুভূতি ; সহানুভূতি ; আবেগ ; সংবাদন ;
  • flutter - পাখা বা ডানা ঝাপটানো ; দুশ্চিন্তাগ্রস্ত হওয়া ;
  • foul - বিরক্তিকর ; নোংড়া ; ঝড়ো ; ময়লা ;
  • frenzy - প্রবল উত্তেজনা ; সাময়িক উন্মত্ততা ; প্রকোপ ;
  • fretful - খিটখিটে ; বদমেজাজী স্বভাব ;
  • grieve - দুঃখ দেওয়া বা পাওয়া ; শোক করা ;
  • gloomy - ক্ষীণালোকিত ; হতাশ ; বিষন্ন ;
  • grumble - অসন্তষ্ট হইয়া বিড়বিড় করা ; অসন্তোষ প্রকাশ করা ;
  • imprudent - অবিবেচক ; অপরিণামদর্শী ;
  • impatient - অধীর ; অধৈর্য্য ;
  • lament - শোক করা; বিলাপ করা ;
  • laugh - হাসা ; উপহাস করা ;
  • melancholy - মানসিক অবসাদ ; হতাশা ; সবিষাদ চিন্তাগ্রস্ত ; বিষাদগ্রস্ত ;
  • nervous - স্নায়ু সম্বন্ধীয় ; একটুতেই ঘাবড়িয়ে যায় এমন ;
  • pluck - উৎপাটন করা। তোলা বা চয়ন করা ;
  • penitent - অনুতাপজনিত ; অনুতাপসূচক ;
  • perception - /noun/ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি বা উপলব্ধির ক্ষমতা; প্রত্যক্ষকরণ; জ্ঞান; অুনুভূতি; বোধ; ধারণা; ;
  • perturb - আকুল করা ; বিচলিত করা ; উদ্বিগ্ন করা ;
  • pleasant - সুখকর ; আনন্দদায়ক ; মনোহর ;
  • pleasure - /noun/ (1) আনন্দ; খুশি; সুখ; প্রীতি; তুষ্টি; আমোদ; (2) ইচ্ছা; অভিরুচি; (3) অনুগ্রহ; (4) সম্মতি; (5) মনোনয়ন; (6) উদ্দেশ্য; (7) ইন্দ্রিয়তৃপ্তি; সুখানুভব ; (8) আমোদ-প্রমোদ; /verb transitive/ আনন্দ দেওয়া; আনন্দ নেওয়া; ;
  • quarrel - /noun/ (1) ঝগড়া; বিবাদ; কলহ; দ্বন্দ্ব; (2) সামান্য যুদ্ধ; (3) বন্ধুবিচ্ছেদ /verb/ (1) ঝগড়া করা; দ্বন্দ্ব করা; বিবাদ করা; কলহ করা; (2) মতবিরোধ প্রকাশ করা; অভিযোগ করা ;
  • ridicule - বিদ্রুপ ; পরিহাস ; ঠাট্টা ;
  • ridiculous - হাস্যকর ; উপহাসাস্পদ ; অসম্ভব ;
  • reckless - বেপরোয়া ; হঠকারী ;
  • reliance - বিশ্বাস ; প্রত্যয় ; আস্থা ; নির্ভরশীলতা ;
  • sentiment - অনুভূতি ; রস ; ভাবপ্রবণতা ;
  • spirit - আত্ম ; প্রেত ; পরী ; তেজ ; কর্মশক্তি ; শৌর্য ; অন্তর্নিহিত উদ্দেশ্য বা নীতি ; মেজাজ ;
  • tolerant - সহ্যকর ;সহনশীল ; সহিষ্ণু ; প্রশ্রয়দায়ক ;
  • tribulation - দারুণ ক্লেশ ; মানসিক যন্ত্রণা ;
  • turbulent - প্রচন্ড আলোড়নপূর্ণ ; অশান্ত ; শাসনের বা নিয়ন্ত্রনের অসাধ্য ;
  • sympathy - সহানুভূতি ; সমবেদনা ; করুনা ; দরদ ;
  • tedious - বিরক্তিকর ; ক্লান্তিকর ;
  • trust - বিশ্বাস ; প্রত্যয় ; নির্ভর ; আস্থা ; জিম্মা ; ন্যস্তদ্রব্য ;
  • worry - বিরক্ত করা ; উৎপীড়ন করা ; হয়রান করা ; উদ্ধিগ্ন হওয়া বা করা ;
  • delightful - খুশি ; পরমানন্দিত ;
  • aversion - অনীহা ;
  • graveness - গম্ভীরতা ;
  • soberness - সংযম ; প্রশান্তি ;
  • seriousness - আন্তরিক ;
  • humorous - কৌতুকপূর্ণ ; হাস্যোদ্রেককর ; রসাত্মক ;
  • passion - /noun/ (1) প্রবল ইচ্ছা বা অনুরাগ; উৎসাহ; (2) ভাবাবেগ; প্রচন্ড আবেগ; (3) যৌন ভালবাসা ; (4) মনের উত্তেজনা; (5) ক্রোধ; ঘৃণা; (6) ক্রুশে বিদ্ধ খ্রিস্টের যন্ত্রণা; ;
  • fussy - হৈচৈ ভরা ; ব্যস্ততাপূর্ণ ;
  • tolerate - সহ্য করা ; বরদাস্ত করা ;
  • enchanment - জাদু ভূতাবেশ ; আকর্ষণ ;
  • chicken-hearted - ভীরু ; মনোবলহীন ;
  • lily-livered - ভীরু ;
  • awesome - ভয়ানক ও অভিভূতকারী অনুভূতি ; অত্যন্ত হৃদয়গ্রাহী ও চিত্তাকর্ষক ;
  • ambivalent - উভয়বল ; দ্বিমুখী ; দোদুল্যমান ; পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গি বা অনুভূতি ;
  • ambivalence - দোদুল্যমানতা ; একই ব্যক্তির যুগপৎ বিদ্যমানতা ; উভয়বল ; যুগপৎ এবং পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গি বা আবেগ ;
  • cantankerous - কলহপ্রিয় ; বদমেজাজি ; ঝগড়াটে ; খিটখিটে ;
  • extrovert - বহির্মুখ ব্যক্তি ; মিশুক ; বর্হিজগৎ সম্পর্কে অধিক কৌতূহলী ব্যক্তি ; সামাজিক ও হাসিখুশি ব্যক্তি ;
  • introvert - অন্তর্মূখী ব্যক্তি ; লাজুক বা শান্ত ব্যক্তি যে অন্যদের সাথে সহজে মিশতে বা কথা বলতে পারেনা বা চায় না ; অন্তর্মূখী করা ; মনের ভাবনা মনে রাখা ;

    Bodyparts

  • anus - পায়ু ; মলদ্বার ;
  • arm - বাহু ; রৃক্ষের শাখা ;
  • armpit - বগল ;
  • artery - ধমনী ;
  • back - পিঠ ; পশ্চাদ্দিক ;
  • backbone - শিরদাড়া ; মেরুদন্ড ; দৃঢ়তা ; প্রধান অবলম্বন ;
  • beard - দাড়ি ; শ্মশ্রু ; শস্য বা ঘাসের মঞ্জরী ;
  • belly - উদর ; পেট ;
  • bile - পাচকরস ; পিত্ত ;
  • blood - রক্ত ; আত্মীয় ; জ্ঞাতি ; বংশ ; মেজাজ ;
  • bone - হাঁড় ; অস্থি ;
  • brain - মস্তিষ্ক ; মগজ ; ঘিলু ;
  • breast - বুক ; স্তন ; হৃদয় ;
  • cheek - গাল ; গন্ড ; ধৃষ্টতা ; উদ্ধত নির্লজ্জ ;
  • chest - বক্ষ ; বুক ; সিন্দুক ;
  • chin - চিবুক ; থুতনি ;
  • collar-bone - গলার হাড় ; কন্ঠাস্থি ; অক্ষকাস্থি ;
  • ear - কান ; কর্ণ ; মনোযোগ ; শস্যের মঞ্জরী বা শিষ ;
  • elbow - কনুই ;
  • eye - চোখ ; অক্ষি ; দৃষ্টি ;
  • eyeball - অক্ষিগোলক ; চোখের তারা ;
  • eyebrow - ভ্রু; ভুরু ;
  • eyelid - চোখের পাতা ;
  • face - মুখমন্ডল ; মুখোমুখি ;
  • forehead - কপাল ; ললাট ;
  • foot - পায়ের পাতা ; দৈর্ঘ্যের পরিমাপ ;
  • gum - দাঁতের মাড়ি ; আঠা ; গঁদ ;
  • hand - হাত ; কব্জি থেকে আঙ্গুল অবধি দেহাংশ ; ঘড়ির কাঁটা ; হাত লাগান ;
  • heel - গোড়ালি ; গুলফ্ ;
  • hair - চুল ; কেশ ; লোম ;
  • heart - হৃৎপিন্ড ; হৃদয় ; কেন্দ্রস্থল ; তাসের হরতন ;
  • jaw - চোয়াল ; চোয়ালের হাড় ; গালি ;
  • joint - জোড় ; গাঁট ; সন্ধিস্থল ; সংযোগ ; মিলিত ;
  • kidney - মূত্রগ্রন্থি ; বৃক্ক ;
  • lap - কোল ; ক্রোড় ;
  • knee - হাঁটু ; জানুসন্ধি ;
  • lip - অধর ; ওষ্ঠ ; ঠোঁট ; কোন বস্তুর প্রান্ত ;
  • lung - ফুসফুস ;
  • moustache - গোঁফ, মোচ ;
  • mouth - মখগহ্বর ; মুখ ;
  • nail - নখ ; পেরেক ;
  • navel - নাভি ;
  • neck - ঘাড় ; গলা ; গ্রীবা ; লম্বা সংকীর্ণ অংশ ;
  • nostril - নাসারন্ধ্র ;
  • muscle - মাংসপেশী ; শারীরিক শক্তি ;
  • palm - হাতের তালু ; করতল ; তাল জাতীয় গাছ ;
  • plasma - /noun/ (1) রক্ত লসিকা; রক্তরস; রক্তের হলুদাভ বর্ণের জলীয় অংশ; (2) উচ্চ আয়নযুক্ত গ্যাস যা আনুমানিক প্রায় সংখ্যক ধনাত্মক আয়ন এবং ইলেকট্রন ধারণ করে (পদার্থবিজ্ঞান); (3) সবুজ বর্ণের স্বচ্ছ রত্ন বিশেষ; ;
  • pulse - নাড়ীর স্পদন ; হৃৎপিন্ড-স্পন্দন ; নাড়ী ; কলাইডাল ;
  • rib - পাঁজর ;
  • rump - মেরুদন্ডের প্রান্তভাগ ; নিতম্ব ; পাছা ;
  • skin - ত্বক ; চামড়া ; খোসা ;
  • skull - মাথার খুলি ; করোটি ;
  • sole - পদতল ; জুতার তলি ; সামদ্রিক মৎস্যবিশেষ ;
  • shoulder - কাঁধ ;
  • stomach - পাকস্থলী ; উদর ; পেট ; ক্ষুধা ;
  • toe - পায়ের আঙুল ;
  • tongue - জিহ্বা ; বাকশক্তি ; কথা ; ভাষা ;
  • tooth - দাঁত ;
  • vein - শিরা ; রেখা ; ফাঁক ; গহ্বর ; ঝোঁক ;
  • wrist - কব্জি ; মণিবন্ধ ;
  • waist - কোমর ; কটি ; জাহাজের মধ্যভাগ ;
  • trachea - শ্বাসনালী ;
  • throat - গলা ; কন্ঠ ; গ্রীবার সম্মুখভাগ ;
  • thumb - হাতের বুড়ো আঙ্গুল ;

    Animal

  • aardwolf - মেটে-নেকড়েবাঘ ;
  • addax - উত্তর আফ্রিকা ও আরবের বড় হরিণ বিশেষ ;
  • adder - ইউরোপের এক ধরণের ছোট বিষধর সাপ ;
  • alsatian - একজাতীয় বড়ো কুকুর ; নেকড়ের মতো দেখতে কুকুর যা প্রতিরক্ষার কাজে পুলিশ বা আর্মিকে সাহায্য করে ;
  • ape - বানর ;
  • ass - গর্ধভ ;
  • bear - ভাল্লুক ;
  • beast - পশু ; বুদ্ধিহীন পশু ;
  • bitch - কুকুরী ;
  • buffalo - মহিষ ;
  • bull - ষাঁড় ;
  • camel - উট ; উষ্ট্র ;
  • cat - বিড়াল ;
  • chimpanzee - শিম্পাঞ্জি ; বনমানুষ বিশেষ ;
  • claw - পশুর বা পাখির নখর ;
  • doe - হরিণী ; স্ত্রীজাতীয় শশক ;
  • dog - কুকুর ; অবজ্ঞাসূচক বাক্য ;
  • cow - গাভী ; গরু ;
  • elephant - হাতি ; হস্তী ;
  • fawn - হরিণশিশু ; মৃগশাবক ; হালকা হলুদ বাদামী রঙ ;
  • fox - খেঁকশিয়াল ; পাতিশিয়াল ;
  • giraffe - জিরাফ ;
  • goat - ছাগল ;
  • hare - খরগোশ ; শশক ;
  • hippopotamus - জলহস্তি ;
  • hoof - পশুর পায়ের খুর ;
  • horn - শিং ; শিঙ্গা ; ভে'পু ;
  • horse - ঘোড়া ; অশ্ব ;
  • hound - শিকারী কুকুর ;
  • hyena - হিংস্র মাংসাসী প্রাণী্‌ ; তরক্ষু ; হায়েনা ;
  • ichneumon - নকুল ; বেজি ;
  • jackal - শেয়াল ; ফেউ ;
  • kangaroo - ক্যাঙ্গারু ; অস্ট্রেলিয়ার তৃণভোজী প্রাণী বিশেষ ;
  • kitten - বিড়াল ছানা ;
  • leopard - চিতাবাঘ ;
  • mouse - নেংটি ইুঁদুর ; মুষিক ;
  • mongoose - বেজি ; নকুল ;
  • monkey - বাঁদর ; বানর ; অনিষ্টকারী বালক ; অবজ্ঞ্রাসূচক নাম ;
  • mule - অশ্বতর ; খচচর ; একগুঁয়ে লোক ;
  • panther - এক জাতীয় চিতাবাঘ ; প্যান্থার ;
  • ox - ষাঁড় ;
  • porcupine - শজারু ;
  • rabbit - খারগোশ ;
  • rhinoceros - গন্ডার ;
  • ram - ভেড়া ; মেষ ;
  • rat - বড় ইঁদুর ;
  • shark - হাঙ্গর ; মাংসশী সামুদ্রিক প্রাণীবিশেষ ;
  • sheep - মেষ ; ভেড়া ;
  • squirrel - কাঠবিড়াল ;
  • stag - পুরুষ হরিণ ;
  • tiger - বাঘ ;
  • swine - শুকর ;
  • wolf - নেকড়েবাঘ ;
  • zebra - জেবরা ;
  • yak - চরমী গাই ; তিব্বতীয় গরু বিশেষ ;
  • python - অজগর ; ময়াল সাপ ;
  • animal - প্রাণী ; জীব ; জন্তু ; পশু প্রকৃতি লোক বা মানুষ ;

    Bird

  • bat - বাদুড় ; ক্রিকেট খোলার ব্যাট ;
  • cock - মোরগ ;
  • crane - সারস ; এক জাতীয় বক ; ভার-উত্তোলক যন্ত্র ;
  • crow - কাক ; মোরগের ডাক ;
  • cuckoo - কোকিল ;
  • dabchick - পানকৌড়ি ;
  • dove - ঘু ঘু পাখি ;
  • eagle - ঈগল পাখি ;
  • duck - পাতি হাসের ছানা ;
  • feather - পাখির পালক ;
  • hawk - বাজপাখি ; জিনিস ফেরি করা ;
  • hen - মুরগী ;
  • kite - ঘুড়ি, চিল ;
  • lapwing - টিট্রিভ ; জলচর পক্ষিবিশেষ ;
  • lark - ভরতপক্ষী ; তামাশা ; কৌতুক ;
  • magpie - নীলকন্ঠ পাখি ; কিচিরি মিচিরকারী দৃষ্ট পাখিবিশেষ ;
  • nest - পাখির বাসা ; নীড় ;
  • nightingale - বুলবুল বা পাপিয়া পাখি ;
  • parrot - তোতা পাখি ; টিয়া পাখি ;
  • owl - পেঁচা ;
  • peacock - ময়ূর ;
  • pigeon - পায়রা ; কবুতর ;
  • pelican - জলচর পক্ষিবিশেষ ;
  • raven - দাড়কাক ;
  • sparrow - চড়াই ; চটক পক্ষী ;
  • swan - রাজহাঁস ;
  • woodpecker - কাঠঠোকরা পাখি ;
  • vulture - শকুনি ; গৃধ্র ;
  • wing - ডানা ; পাখা ; পক্ষ ; জাহাজ বা বাড়ির পার্শ্ব ; অভিনয় মঞ্চের পার্শ্বভাগ ;
  • peahen - ময়ূরী ;
  • petrel - সামদ্রিক পক্ষিবিশেষ

    Flower

  • almond - /noun/ (1) বাদাম;খুবানি; কাঠবাদাম; (2) বাদাম গাছ; ;
  • apple - আপেল ফল ;
  • banana - কলা ; কলা গাছ ;
  • daffodil - হলুদ বর্ণের পুষ্পবিশেষ ;
  • dahlia - ডালিয়া গাছ ও ফুল ;
  • daisy - তারা ফুল ; ডেজি ফুল ;
  • date - তারিখ ; সময় ; খেজুর ;
  • grape - আঙুর ;
  • ground-nut - চীনাবাদাম ; মাঠকড়াই ;
  • guava - পেয়ারা ; পেয়ারা গাছ ;
  • jasmine - জুঁই ; জুঁই ফুলের গাছ বিশেষ ;
  • lemon - লেবু ;
  • lily - পদ্মফুল ;
  • lime - লেবু ; চুন ; লেবুগাছ ;
  • orange - কমলালেবু ; কমলা রঙ ;
  • olive - জলপাই ; জলপাই গাছ ;
  • papaya - পেঁপে ; পেঁপে গাছ ;
  • pineapple - আনারস ;
  • plum - কুল ; ফলবিশেষ ;
  • pumpkin - বড় কুমড়া বা কুমড়া গাছ ;
  • rose - গোলাপ ফুল বা গাছ ;
  • tamarind - তেঁতুল ; তেঁতুলগাছ ;
  • merigold - গাঁদা ফুল ;
  • coconut - নারিকেল ;
  • water-melon - তরমুজ ;
  • chrysen-themum - চন্দ্রমল্লিকা ;
  • sugarcane - আখ ;
  • mangnolia - চাঁপা ;
  • jack-fruit - কাঁঠাল ;
  • carambola - কামরাঙা ;
  • custar-apple - আতা ;

  • bean - শিম বা বরবটি গাছ ও উহার ফল ;
  • brinjal - বেগুন ;
  • carrot - গাজর ;
  • cucumber - শশা ; শশা গাছ ;
  • ladys-finger - ঢেঁড়স ;
  • pea - মটর ; কলাই ; মটর গাছ ;
  • potato - আলু ;
  • radish - মুলা ;
  • turnip - শালগম ; ওলকপি ;
  • bitter-gourd - করলা ;
  • cabage - বাঁধাকপি ;
  • couliflower - ফুলকপি ;
  • mushrum - মাসরুম ;
  • spinach - /noun/ খাইবার শাক বিশেষ; পালংশাক; শাক হিসাবে ব্যবহৃত বাগানে চাষ করা উদ্ভিদবিশেষ; লতাপাতা; ;


    Dresses

  • bed-cover - বিছানা ঢাকার চাদর ;
  • belt - কোমরবন্ধ ;
  • blanket - কম্বল ;
  • button - বোতাম ;
  • cap - টুপি ; আচ্ছাদন ;
  • cavity - গহ্বর ; গর্ত ; খোল ; ছিদ্র ; দাঁতের গর্ত ;
  • cloth - বস্ত্র ; কাপড় ;
  • cork-jacket - জলে ভাসিয়া থাকিবার জন্য ব্যবহৃত কর্কের জামাবিশেষ ;
  • gown - (স্ত্রীলোকের) লম্বা ও ঢিলা পোশাক ; আলখিল্লা ;
  • glove - দস্তানা ; (মুষ্টিযুদ্ধে পরিধেয়) হস্তাবরণ ;
  • handkerchief - রুমাল ;
  • jacket - খাটো জামা বিশেষ ;
  • napkin - ছোট তোয়ালে ; গামছা বা ঝাড়ন ;
  • muffler - গলাবদ্ধ ; গলায় জড়ানোর স্কার্ফ ;
  • pocket - পকেট জেব ;
  • petticoat - স্ত্রীলোকের ঘাঘরা ; পেটিকোট ;
  • quilt - /noun/ লেপ, কাঁথা, তোশক ইত্যাদি; /verb/ তুলা বা ফোম দিয়ে সেলাই করা; তোশক বা লেপ সেলাই করা; ;
  • sheet - চাদর (লোহা কাঁচ কাগজ ইত্যাদির ) পাত ;
  • shirt - জামা ; কামিজ ; শাট ;
  • silk - রেশম ; রেশমের কাপড় ;
  • skirt - ঘাগরা ; মেয়েদের পোশাক বিশেষ ;
  • sock - ছোট মোজা ;
  • shorts - হাফ্‌প্যান্ট ; শর্টস ;
  • sleeve - (জামার) হাতা ; আস্তিন ;
  • suit - একপ্রস্থ পোশাক ; সুট ; বিচার প্রার্থনা ;
  • towel - তোয়ালে ;
  • turban - পাগড়ি ;
  • underwear - অনন্তর্বাস ; অধোবাস ;
  • sweater - পশমী আটো জামাবিশেষ সোয়েটার ;
  • veil - ঘোমটা ; আবরণ ;
  • wool - পশম ;
  • waistcoat - ফতুয়াবিশেষ ;
  • lingerie - মহিলাদের অন্তর্বাস ; স্ত্রীলোকের অন্তর্বাস
  • frostbite - তুষারস্পর্শে দেহের প্রদাহ বা ক্ষত ; অত্যন্ত শীতের কারণে শরীরের বিভিন্ন অংশ যেমন নাক, কান, গোড়ালি, আঙ্গুলের প্রদাহ ;

  • abortion - গর্ভপাত ; (রূপকার্থে) ব্যর্থ পরিকল্পনা, প্রয়াস ইত্যাদি ;
  • acidity - অম্লতা ; অম্লত্ব ; অম্লপিত্ত ;
  • acne - ব্রণ; ব্রণরোগ; বয়স-ফোঁড়া; ;
  • allergy - রোগ বিশেষ ;
  • asleep - ঘুমন্ত অবস্থায় ;
  • asthma - হাঁপানি রোগ ;
  • bald - টেকো ; নাড়া ; টাক ; ইন্দ্রলুপ্ত ;
  • breath - নিঃশ্বাস-প্রঃশ্বাস ;
  • bronchitis - শ্বাসনালীর প্রদাহ মূলক ব্যাধি ;
  • cancer - কর্কটরোগ ; ক্যান্সার ;
  • cataract - জলপ্রপাত ; চোখের ছানিরোগ ;
  • chicken-pox - পানিবসন্ত ;
  • cholera - ওলাউঠা রোগ ; কলেরা ;
  • dog-sleep - তরল নিদ্রা ;
  • constipation - কোষ্ঠবদ্ধতা ;
  • cowpox - গোবসন্ত ;
  • diabetes - বহুমূত্র রোগ ;
  • dysentery - আমাশয় রোগ ;
  • epilepsy - সন্ন্যাসরোগ ; মৃগীরোগ ;
  • fever - জ্বর ; উত্তেজনা ;
  • feverish - জ্বরভাবগ্রস্ত ;
  • giddiness - মাথা ঘোরা রোগ ;
  • headache - মাথাধরা ; শিরঃপীড়া ;
  • hernia - অন্ত্রবৃদ্ধি রোগ ; হার্নিয়া ; একশিরা ;
  • indigestion - অজীর্ণতা ; বদহজম ;
  • hunch - কুঁজ ;
  • hunger - ক্ষুধা ; প্রবল আকাঙ্খা ;
  • hurt - /verb/ আঘাত বা আহত করা; পীড়া দেওয়া; ব্যাথা দেওয়া; বেদনা দেওয়া; ক্ষতি করা; ব্যাথা বা কষ্টভোগ করা; /noun/ আঘাত; ব্যাথা; অনিষ্ট; ক্ষতি; ;
  • influenza - সংক্রামক সর্দিজ্বর ;
  • insomnia - অনিদ্রা ; অনিদ্রারোগ ;
  • leucoderma - শ্বেতী রোগ ;
  • long-sighted - দূরদৃষ্টি বিশিষ্ট বিচক্ষণ ;
  • mad - পাগল ; ক্ষিপ্ত ;
  • lunacy - পাগলামি ; উন্মাত্ততা ;
  • milk-fever - সস্থান দুগ্ধজনিত জ্বর ; ঠুনকো জ্বর ;
  • pain - ব্যথা ; যন্ত্রণা ;
  • paratyphoid - টাইফয়েড-সদৃশ জ্বর ;
  • patient - /adjective/ সহিষ্ণু; ধৈর্য্যশীল; অধ্যবসায়ী; /noun/ রোগী; চিকিৎসাধীন ব্যক্তি; ;
  • piles - অর্শরোগ ;
  • pimple - ফুসকুড়ি ; ব্রণ ;
  • pox - বসন্তরোগ ;
  • scabies - চুলকানী ; খোস ;
  • sneeze - হাঁচি দেওয়া ; হাঁচা ;
  • short - খাটো ; বেঁটে ; ছোট ; সংক্ষিপ্ত ; নূ্যন বা উন্‌ ;
  • short-sighted - ক্ষীণদৃষ্টি ; অদূরদর্শী ;
  • short-tempered - সহজেই রাগে এমন ; বদরাগী ; ক্রোধপ্রবণ ;
  • sleep - ঘুম ; নিদ্রা ;
  • smallpox - জাঁতবসন্ত ; গুটি বসন্ত রোগ ;
  • stool - বিষ্ঠা ; বসার টুল ; চৌকি ;
  • sunstroke - সর্দিগর্মি ;
  • tear - চোখের জল ; অশ্রু ;
  • tonsil - টনসিল ;
  • tonsillitis - টনসিল বা গল-গ্রন্থির প্রদাহ ;
  • typhoid - আন্ত্রিক জ্বর ; টাইফয়েড ;
  • sweat - ঘাম ; কঠোর শ্রম ;
  • thirst - পিপাসা ; তৃষ্ণা ; আকাঙ্খা বা ব্যাকুলতা ;
  • tubercular - ক্ষয়রোগগ্রস্ত ;
  • tuberculosis - ক্ষয়রোগ ; যক্ষ্ণা ;
  • urine - প্রস্রাব ; মূত্র ;
  • yawn - হাই তোলা ;
  • vertigo - ঘূর্ণি রোগ ;
  • yellow-fever - গ্রীষ্ম প্রধান দেশের মারাত্মক জ্বরবিশেষ ;
  • laprosy - কুষ্ঠ ;
  • maniac - ক্ষিপ্ত ব্যক্তি ; পাগল ; বায়ুগ্রস্ত ব্যক্তি ; উন্মাদগ্রস্ত ব্যক্তি ; যে লোগ প্রলাপ বকিতেছে ; ক্ষিপ্ত ;
  • coronavirus - /noun/ এক ধরণের ভাইরাস যা সাধারণত মানুষসহ স্তন্যপায়ী প্রাণীদের শ্বাসযন্ত্রকে (মুখ, নাক, গলা) আক্রান্ত করে সর্দি, নিউমোনিয়া এবং তীব্র শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি করে; ;


  • almirah - /noun/ আলমারি; ;
  • ash - ছাই ;
  • basket - চুপড়ি ; ঝুড়ি ; সাজি ;
  • bottle - বোতল ;
  • bowl - বাটি ; গামলা ;
  • box - বাক্স ; চালকের আসন ;
  • broom - ঝাটা ; ঝাড়ু ;
  • brush - বুরুশ ; ব্রাস ;
  • bucket - পানি লইবার বালতি ;
  • candle - মোমবাতি ;
  • casket - মণি-রত্নাদি রাখিবার ছোট বাক্স ;
  • chain - শেকল ; বেড়ি ; পরস্পর সংযুক্ত বস্তু বা বিষয় ; দৈর্ঘ্য পরিমাপ(২২গজ) ;
  • chair - চেয়ার ; আসন ; অধ্যাপককের বা সভাপতির পদ ;
  • desk - টেবিল ; দেরাজ ;
  • comb - চিরুনি ; মৌচাক ;
  • cup - পানপাত্র ; পেয়ালা ;
  • fork - কাঁটা ;
  • funnel - বোতল প্রভৃতির মধ্যে তরল পদার্থ ঢালার চুঙি বা কুপী ;
  • hearth - ঘরের যে অংশে উনান থাকে ; রসই ঘর ;
  • hubble-bubble - গড়গড়া ; হুঁকা ;
  • ice-box - ঠান্ডা ঘর ; রেফ্রিজারেটর ;
  • jug - কুঁজা ; হাতলওয়াল জলপাত্র ; জগ ;
  • iron - লোহা ; ইস্তিরি ;
  • kerosene - কেরোসিন তৈল ;
  • key - তালা ঘড়ি প্রভৃতির চাবি ;
  • lamp - প্রদীপ ;বাতি ;
  • lid - ঢাকনা ; ঢাকনি ;
  • lock - তালা ;
  • mirror - আয়না ; দর্পণ ;
  • mat - মাদুর ; পাপোশ ;
  • needle - সূচ ; সূচের মত জিনিস ;
  • pan - চাটু ; কড়াই ; কটাহ ;
  • pincers - সাঁড়াশি ;
  • pot - মাটির বা ধাতুনির্মিত পাত্র ;
  • plate - থালা ; রেকাব ;
  • reel - কাটিম ; লাটাই ;
  • sack - বড় থলে ; বস্তা ;
  • saucepan - চাটু ; সস্‌প্যান ;
  • rope - দড়ি ; কাছি ;
  • soap - সাবান ;
  • stick - ছড়ি ; লাঠি ;
  • string - দড়ি ; তার ; দড়ি বা তার দিয়ে বাঁধা ;
  • tongs - টিমটা ; সাঁড়াশি ;
  • swing - দোলনা ;
  • table - টেবিল ; মেজ ; ছক ; তালিকা ; সারণী ;
  • thread - সূতা ; আশ ; স্ত্রু পেঁচান অংশ ;
  • umbrella - ছাতা ;
  • wick - বাতির সল্‌তে ;
  • wire - ধাতুর তার ; টেলিগ্রাম ;
  • aunt - পিসি মা ; মাসী মা ;
  • boy - বালক ;
  • brother - ভাই ;
  • brother-in-law - ভাসুর ; শ্যালক ;
  • child - শিশু সন্তান ;
  • daughter - কন্যা-সন্তান ; কন্যা ;
  • daughter-in-law - পুত্রবধূ ;
  • enemy - শত্রু ; প্রতিপক্ষ ;
  • father - পিতা ; বাবা ; খ্র্র্র্র্র্রীষ্টান যাজকের সম্বোধন সূচক উপাধি ;
  • father-in-law - শ্বশুর ;
  • forefathers - পূর্ব পুরুষগন ;
  • foster-brother - একই স্তন্যে লালিত ভ্রাতা ; পালিত ভাই ;
  • foster-child - পালিত সন্তান ;
  • foster-daughter - পালিতা কন্যা ;
  • foster-father - পালক পিতা ;
  • foster-mother - ধাই মা ; পালিকা মাতা ;
  • foster-son - পালিত পুত্র ;
  • friend - বন্ধু ;
  • girl - বালিকা ; কুমারী মেয়ে ;
  • grand-ma - ঠাকুরমা ; দিদিমা ; বৃদ্ধা স্ত্রীলোক ;
  • godchild - ধর্মপুত্র বা ধর্মকন্যা ;
  • goddaughter - ধর্মকন্যা ;
  • godfather - ধর্মপিতা ;
  • godson - ধর্মপুত্র ;
  • guest - নিমন্ত্রিত ব্যক্তি ; অতিথি ;
  • heir - উত্তারাধিকারী ;
  • half-brother - সৎভাই ;
  • half-sister - বৈমাত্রেয় বা বৈপিত্রেয় ভগিনী ;
  • husband - স্বামী ;
  • landlord - ভূস্বামী ; জমিদার ; বাড়িওয়ালা ;
  • man - মানুষ ;
  • master - প্রভু ; শিক্ষক ;
  • mistress - গৃহকমর্ত্রী ; গৃহিনী ; উপপত্নী ;
  • mother - মা ; মাতা ;
  • mother-in-law - শাশুড়ী ;
  • motherland - জন্মভূমি ; মাতৃভূমি ; স্বদেশ ;
  • nephew - /noun/ (1) ভাইপো; বোনপো; ভাগিনেয়; ভ্রাতুষ্পুত্র; ভগ্নীপুত্র; (2) স্বামী বা স্ত্রীর ভাই বা বোনের ছেলে; ;
  • niece - /noun/ (1) ভাগ্নী; ভাগিনেয়ী; বোনঝি; ভাইঝি; ভ্রাতুষ্পুত্রী; (2) স্বামী বা স্ত্রীর ভাই বা বোনের মেয়ে; ;
  • parent - মা অথবা বাবা ; পিতামাতা ;
  • pen-friend - পত্রবন্ধু ; পত্রযোগে মিতালী ; কলমী বন্ধু ;
  • pupil - শিষ্য ; ছাত্র ; চোখের তারা ;
  • sister - বোন ;
  • sister-in-low - শালী ; জা ; ভ্রাতৃবধূ ;
  • son - পুত্র ; ছেলে ;
  • stepbrother - বৈমাত্র ভাই ; সৎ ভাই ;
  • stepchild - সপত্নীপুত্র বা কন্যা ;
  • stepdaughter - সৎ মেয়ে ; বৈমাত্রেয় বোন ;
  • stepmother - সৎ মা ; বিমাতা ;
  • stepson - সৎ ছেলে ;
  • servant - চাকর ; ভৃত্য ;
  • tenant - ভাড়াটে ; প্রজা ;
  • uncle - কাকা ; জ্যেঠা ; মামা ; মেসো ; পিসে ;
  • wife - স্ত্রী ; পত্নী ;
  • grandfater - পিতামহ ; দাদা ; নানা ;
  • grandmother - মাতামহী ; দাদী ; নানী ;
  • maternal-aunt - মামী ;
  • son-in-law - জামাতা ; জামাই ;
  • neice - ভাইঝি ; ভাগনী ;
  • grandson - নাতি ;
  • grand-daughter - নাতনী ;
  • baby - শিশু ;
  • adopted-son - পোয্য পৃত্র ;

    Music

  • bell - ঘন্টা বা ঘন্টা ধন্নি ;
  • bugle - শিঙ্গা ;
  • drum - ঢাক ;
  • flute - বাঁশি ;
  • guitar - গিটার ; ছয় তারের বাদ্যযন্ত্র বিশেষ ;
  • harmonium - বাদ্যযন্ত্র বিশেষ ;
  • harp - বীণা বাজানো ; বারংবার উল্লেখ করা ;
  • tabor - মৃদঙ্গ ; নাগরা বা ঢোল ;
  • violin - বেহালা ;
  • whistle - বাঁশি ; হুইসল ; শিস ; হুইসলের শব্দ ;
  • clarionet - বংশীবিশেষ ;

No comments:

Post a Comment

k c nag miscellaneous question

https://youtu.be/ji1CYuEeKSA