১. গুলজার ডকট্রিন কোন দুটি দেশের মাঝে চুক্তি?
=পাকিস্তান ও ভারত
২. কোন নীতি প্রয়োগের ফলে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্থান দখল করে?
=ব্রেজনেভ ডকট্রিন
৩. Berlin Crisis এর সূত্রপাত হয়েছিল কত সালে?
=১৯৪৯
৪. মার্শাল প্ল্যান প্রণীত হয় কত সালে?
=১৯৪৭
৫. Evil Empire নামক উক্তিটি কার?
=রোনাল্ড রিগ্যান
৬. THAAD কি??
=ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
৭. Warsaw pact কতসালে প্রতিষ্টিত হয়?
=১৯৫৫
৮. বর্তমান বিশ্বে কোন দেশ নিউ সিল্ক রোড এর প্রবক্তা??
=চীন
৯. পিংপং ডিপ্লোম্যাসি কোন দুটি দেশের সাথে জড়িত?
=চীন ও যুক্তরাষ্ট্র
১০. অগ্নি ক্ষেপণাস্ত্রটি কোন দেশের?
=ভারতের
১১. ত্বরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
=১১৯১
১২.বর্তমানে পারমাণবিক শক্তিধর দেশ কতটি?
=৯ টি
১৩. সম্প্রতি মঙ্গলগ্রহে পৌছানো মঙ্গলযান প্রেরণকারী দেশ--
=ভারত
১৪. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিনের অধিকারী কোন দেশ?
= রাশিয়া
১৫. পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
=১৫২৬
১৬. মেরিন লিজার্ড কোন দেশের যুদ্ধযান?
=চীন
১৭. দুমা শহর কোন দেশে অবস্থিত?
=সিরিয়া
১৮. CPEC বা সিপ্যাক কি?
=অর্থনৈতিক করিডোর
১৯. Look East Policy কোন দেশের অংশ?
=ভারত
২০. বর্তমানে আত্নস্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশ কতটি?
=৮টি
সাধারণ জ্ঞান
১.IMF এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি
২.ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় = হোয়াইট হল
৩.PLO এর সদর দপ্তর= রামাল্লা, ফিলিস্তিন
৪.IAEA এর সদর দপ্তর=ভিয়েনা
৫.WHO এর সদর দপ্তর=জেনেভা
৬ FAO এর সদর দপ্তর=রোম
৭.BIMSTEC এর সদর দপ্তর= ঢাকা
৮.‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর =ঢাকা
৯.NAM এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
১০. IEDCR এর সদর দপ্তর কোথায়= মহাখালী, ঢাকা।
No comments:
Post a Comment