Friday, May 15, 2020

বাংলা সাহিত্য



 ১। কত বছর বয়সে শরৎচন্দ্র মনের ঝোকে সন্ন্যাসী হয়ে গৃহ ত্যাগ করেন?
 = ২৪ বছর

 ২। অতি অল্প হইল,আবার অতি অল্প হইল’
ইত্যাদি গ্রন্থ গুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন নামে প্রকাশ করেন?
 = কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য

৩। ‘সুরঞ্জনা, ঐখানে যেয়ো না তুমি বোলো নাকো কথা ওই যুবকের সাথে,”উক্তিটি কার?
 = জীবনানন্দ দাশ

৪। “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পরে”উক্তিটি কার?
 = প্রমথ চৌধুরী

 ৫। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে  যায়’-এ মরমী গানটি কার?
 = লালন ফকির

 ৬। নজরুলের পত্রকাব্য উপন্যাস এর নাম কী?
 = বাধন হারা ,যা বাংলা সাহিত্যের প্রথম পত্রপ্যন্যাস।

৭। রবীন্দ্রনাথের মৃত্যুতে শোকার্ত কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি লিখেছেন?
 = রবি হারা
 
৮ । বাংলা উপন্যাসের প্রথম নায়কের নাম কি?
 = মতিলাল

 ৯ । কবি জসীম উদ্দীনের জীবনকাল কোনটি?
 = ১৯০৩-১৯৭৬ ইং

 ১০ । বাংলা সাহিত্যে কে দুঃখবাদী কবি হিসাবে
 পরিচিত?
 = যতীন্দ্রনাথ বাগচী
 
১১ । বাংলাদেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথের
 কোন বাক্যের অন্তর্গত?
 = গীত বিতান
 
১২। কোথায় বেড়াতে গিয়ে রবি ঠাকুর ' হৈমন্তী
'লেখেন?
 = হিমালয় দেখতে গিয়ে
 
১৩। জন্মই আমার আজন্ম পাপ' উক্তিটি কার?
 = দাউদ হায়দারের ।

 ১৪। রংপুর থেকে ‘মানিক রাজার গান’ কে সংগ্রহ
 করেছিলেন ?
 = জর্জ গিয়ারসন
.
১৫ । বাংলা উপন্যাস সাহিত্যে ধারার প্রথম পুরুষ কে ?
 = প্যারিচাঁদ মিত্র
.
১৬। কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী তৈরি করে
 অক্ষর গঠনের কাজ শুরু হয় ?
 = সেন আমলে
.
১৭ । ‘১৯৭১ বন্ধুর মুখে শত্রুর ছায়া' বইটি কে
 লিখেছেন ?
 = হাসান ফেরদৌস
.
১৮ । সুনীল গঙ্গোপাধ্যায়ের কোন উপন্যাসে
 বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত
 হয়েছে ?
 = পূর্ব -পশ্চিম
.
১৯ । বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা
 করেন ?
 = দীনেশচন্দ্র সেন
.
২০ । রবীন্দ্রনাথের লেখা প্রথম ছোটগল্প কোনটি ?
 = ভিখারিণী।
 
২১। স্ত্রীর মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি রচনা
 করেন ?
 = স্মরণ
.
২২। বাংলা সাহিত্যের সুবর্ণ যুগ বলা হয় কোনটিকে ?
 = চৈতন্য পরবর্তী যুগকে
.
২৩।ডাকঘর রবীন্দ্রনাথের কোন ধরনের নাটক ?
 = সাংকেতিক
.
২৪। ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটির গীতিকার ও সুরকার কে ?
 = আব্দুল লতিফ
.
২৫। জসীম উদ্দীনের ‘কবর’ কবিতাটি কোন ছন্দে
 রচিত ?
 = মাত্রাবৃত্ত । (মনে রাখুন সোনারতরী এবং চর্যাপদও
 মাত্রাবৃত্ত )

২৬। অগ্নিবীণার কোন কবিতার জন্য প্রকাশকারী
 পত্রিকাটির সেই সংখ্যা বাজেয়াপ্ত করা হয় ?
 = রক্তাম্বরধারিনী মা
.
২৭ । তাজকেরাতুল আম্বিয়া অবলম্বনে কে তাপস মালা রচনা করেন ?
 = ভাই গিরিশ চন্দ্র সেন
.
২৮ । জসীম উদ্দীনের ‘এক পয়সার বাঁশি‘ কোন
 ধরনের রচনা ?
 = শিশুতোষ
.

২৯। কাজী নজরুল ইসলাম কোন কবিতার জন্য
 কারাভোগ করেন ?
 = আনন্দময়ীর আগমনে
.
৩০ । শর্মিলা ও উর্মিলা রবীন্দ্রনাথের কোন
 উপন্যাসের নায়িকা ?
 = দুইবোন
.
৩১। রবীন্দ্রনাথের কোন উপন্যাসের মূল উপজীব্য সামাজিক নিয়ম নীতির দ্বন্দ্ব ?
 = যোগাযোগ
.
৩২। ‘ছিন্নপত্রে’র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য
 করে লেখা ?
 = ইন্দিরা দেবী
.
৩৩। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান
 সবচেয়ে বেশি ?
 = উইলিয়াম কেরি।

No comments:

Post a Comment

k c nag miscellaneous question

https://youtu.be/ji1CYuEeKSA