আমি কিছু পরামর্শ দিতে পারলে ভালো হতো, কিন্তু আমি পারছি না
➢ I wish I could suggest something, but I can't
➢ আমি সত্যিই তোমাকে সাহায্য করতে পারবো না
➢ I'm afraid I can't really help you
➢ তুমি না হয় এখানে থাকো; আর আমি যাই এবং সাহায্যের সন্ধান করি।
➢ How about you stay here and I go and look for help?
➢ আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন?
➢ Could you help me?
➢ আমি কি একটি উপকারের জন্য অনুরোধ করতে পারি?
➢ May I ask a favor?
➢ অবশ্যই। কি করতে হবে, বলুন?
➢ Sure, what is it?
➢ আপনি কি জন্য আমার সাহায্য চান?
➢ What do you need my help for?
➢ আপনি এটা কি জন্য চান?
➢ Why do you need it?
➢ এটা সত্যিই আমাকে অনেক সাহায্য করবে
➢ It would really help me out
➢ যদি আপনি খুব ব্যস্ত না থাকেন তাহলে আমি কি একটা উপকারের জন্য
বলতে পারি?
➢ If you're not too busy may I ask a favor?
➢ যদি সম্ভব হয় তাহলে আমি কি একটা উপকারের জন্য বলতে পারি?
➢ If it's possible may I ask a favor?
➢ আপনি কি আমাকে আমার চাবি খুঁজে পেতে সাহায্য করবেন?
➢ Could you help me find my keys?
➢ আমি সত্যিই এটা (উপকার) মূল্যায়ন করবো
➢ I'd really appreciate it
➢ আমি খুবি খুশি হবো যদি উপকারটা করতেন
➢ I'd really be glad if you did
➢ আমি অবশ্যই পছন্দ করবো (উপকার করতে)
➢ I'd really like that
➢ অবশ্যই, আমি কিছু মনে করবো না
➢ Sure, I wouldn't mind
➢ অবশ্যই, এটা ঠিক আছে
➢ Sure, that's ok
➢ অবশ্যই, কোন সমস্যা নেই
➢ Sure, no problem
➢ অবশ্যই, এটা ঠিক আছে
➢ Sure, that's fine
➢ হুম, আমাকে দেখতে দিন ব্যাপারটা
➢ Hmm, let me see
➢ আপনি কি আমাকে একটা পেন্সিল দিতে পারবেন?
➢ Will you hand me a pencil?
➢ কিছু মনে না করলে আমাদের জন্য একটা ছবি তুলতে পারবেন?
➢ Would you mind taking a picture for us?
➢ সাহায্যের জন্য ধন্যবাদ
➢ Thanks for your help
➢ আপনি কি দয়া করে আমাকে কর্মস্থলে নিয়ে যেতে পারবেন?
➢ Could you please take me to work?
➢ আমাকে একটু সাহায্য করতে পারবেন?
➢ Could you please lend me a hand?
➢ আমি তোমাকে আমার ভাইকে সাহায্য করার জন্য বলতে পারি?
➢ Could I ask you to help my brother?
➢ আমি কি তোমাকে একটু বিরক্ত করতে পারি আমাকে কর্মস্থলে নামিয়ে
আসতে বলে?
➢ Could I bother you to give me a ride to work?
➢ আমি কি তোমাকে একটু কষ্ট দিতে পারি দরজাটা খুলতে বলে?
➢ Could I trouble you to open the door for me?
➢ আমি কি তোমার টেলিফোন ব্যবহার করতে পারি?
➢ May I use your telephone?
➢ কিছু মনে না করলে জানালাটা একটু বন্ধ করবেন?
➢ Would you mind closing the window?
⭕That's what I'm saying.
👉এটাই আমি বলছি।
⭕That's what I mean.
👉এটাই আমি বুঝাতে চেয়েছি।
👉এটাই আমাদের দরকার।
⭕That's what we need.
👉এটাই আমি চাচ্ছিলাম।
⭕That's what I want.
⭕That's what I thought.
👉আমি এটাই ভেবেছিলাম।
👉আমি এটাই বলছিলাম।
⭕That's what I was saying.
👉সে আমাকে এটাই বলেছিল।
⭕That's what he told me.
👉এটাই আমাকে পাগল করে তোলে।
⭕That's what make me crazy.
👉এটাই আমি জানতে চাই।
⭕That's what I would like to know.
👉এটাই আমি দেখতে পছন্দ করি।
⭕That's what I like to see.
👉একারণেই আমার দেরি হয়েছে
⭕That’s why I was late.
👉এ কারণেই তিনি এতটা সফল।
⭕That's why he is so successful.
👉একারণেই সে হতাশ।
⭕Thats why she is disappointed.
👉একারণেই সে সব সময় কান্না করে।
⭕That's why She's crying all the time.
♪একদিন সব ঠিক হয়ে যাবে।
♪One day everything will be fine.
♪সে আমার দূরসম্পর্কের আত্মীয় হয়।
♪He is my distant relative.
♪প্রথমে নিজে কর, তারপর অন্যকে বলবে।
♪Do it yourself first and then tell others.
♪যা হয় ভালোর জন্যেই হয়।
♪Whatever happens, happens for our goodness.
♪আমি নিজের চোখে দেখলাম।
♪I saw with my own eyes.
♪তুমি কি আমার একটি কাজ করে দিবে?
♪Will you do me a favour?
♪তুমি কি আমাকে সন্দেহ করো?
♪Do you doubt on me?
♪এর জন্যে আমার খারাপ লাগছে।
♪I'm feeling bad for it.
♪আমি গোসল করতে যাচ্ছি।
♪I am going to take shower.
♪তুমি কি গোসল করে নিয়েছো?
♪Have you already taken shower?
♪সে একটি পরীর মত দেখতে।
♪She looks like an angel.
♪আমি তোমার অনুভূতি টা বুঝতে পারছি।
♪I can understand your feelings.
♪কথা ঘুরিও না।
♪Dont twist the word.
♪তোমার এমন টা কখন মনে হলো?
♪When did you feel like this?
♪এটা কত টাকা কেজি?
♪How much is it for 1 kilogram?
♪আজ আমার অনেক দেরি হয়ে গেছে।
♪I am too late today.
♪এটা তোমার ক্ষমতার বাইরে।
♪It's beyond your capacity.
♪তুমি অন্ধকারে বসে আছ কেন?
♪Why are you sitting in dark?
No comments:
Post a Comment