⏹ Verb: যে Word দ্বারা কোন কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে Verb বলে। Verb ছাড়া কোন বাক্য পরিপূর্ণভাবে গঠিত হতে পারে না।
Verb (ক্রিয়া) হল ইংরেজি বাক্যের প্রাণ। এটি বাক্যে না থাকলে আমরা আমাদের মনোভাব প্রকাশ করতে পারিনা। তাই বলা যায় যে Verb এবং Verb এর প্রকারভেদ সম্পর্কে ভাল জ্ঞান রাখা খুবই গুরত্বপূর্ণ।
➡Verb এর শ্রেণীবিভাগ নিম্নরূপঃ
⏩Verb প্রধানত দুই প্রকার। যথাঃ Finite Verb ও Non-finite Verb.
⏩Finite Verb:-
Finite Verb (সমাপিকা ক্রিয়া) : যে Verb কোন Sentence-এর বক্তব্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং উক্ত Sentence-এ Subject-এর Number, Person বা Tense অনুযায়ী যার Form গঠিত হয় তাকে Finite Verb বলে। Finite Verb ছাড়া কোন বাক্য গঠন করা অসম্ভব। যেমনঃ
He plays Cricket everyday.
They play Cricket everyday.
They played Cricket yesterday.
এখানে plays, play ও played হচ্ছে Finite Verb কারন প্রত্যেকটিতে পরিবর্তন দেখা যাচ্ছে।
➡Finite Verb দুই প্রকার। যথাঃ Principal Verb ও Auxiliary Verb.
⏩Principal Verb (মূল ক্রিয়া): যে Verb অন্য কোন Verb-এর সাহায্য ছাড়াই স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal Verb বলে। যেমনঃ
I read in class ten.
I write a letter.
এখানে read ও write হচ্ছে Principal Verb. এরকম আরো অসংখ্য Verb রয়েছে।
⏩Principal Verb কে দুই ভাবে ভাগ করা হয়েছে। যথাঃ Transitive Verb ও Intransitive Verb.
⏩1. Transitive Verb (সকর্মক ক্রিয়া): যে Verb একাকী Sentence-এর অর্থ সম্পূর্ণ করতে পারে না, অর্থকে সম্পূর্ণ করার জন্য অন্য কোনো Word-কে Object হিসেবে গ্রহন করতে হয়, তাকে Transitive Verb বলে। তার মানে এই দাড়ায়, যে Word-এর পর সরাসরি Object আনতে হয় তাকে Transitive Verb বলে। যেমনঃ
We play Cricket.
They help me.
She is writing a letter.
এখানে play, help ও writing হচ্ছে Transitive Verb. কারন এখানে Verb এর পর সরাসরি Object এসেছে।
⏩2. Intransitive Verb (অকর্মক ক্রিয়া): যেসব Verb-এর Object থাকে না বা Object এর প্রয়োজন হয় না সেসব Verb-কে Intransitive Verb বলে। যেমনঃ
The boy walks.
She laughs.
Birds are flying.
এখানে Object ছাড়াই বাক্যগুলোর অর্থ সম্পন্ন হয়েছে তাই এগুলো Intransitive Verb.
মোটকথা, এই সব Verb-এর পর আমরা সরাসরি Object বসাতে পারি না। আর, যদি Object বসাতেই হয় তবে তার পূর্বে Preposition বসাতে হবে। যেমনঃ Listen to me. ( Intransitive ) He said to me. ( Intransitve ) He told me. ( Transitive ) আশা করি বুঝতে পেরেছেন।
⏩Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া): যে Verb-এর নিজস্ব কোনো অর্থ নেই বরং Tense, Time, Voice, Mood বা Sentence গঠনের জন্য Principal Verb-কে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে। যেমনঃ
I am reading a novel.
She is going to Sylhet.
এখানে Principal Verb read ও go এর সাহায্যকারী হিসেবে am ও is বসেছে।
তবে ক্ষেত্রবিশেষে Auxiliary Verb (শুধু Primary) কখনও কখনও Principal Verb-এর মতো কাজ করে। যেমনঃ
I am a student. She is a doctor.
➡Auxiliary Verb ও দুই ভাগে বিভক্ত। যথাঃ Primary Auxiliary ও Modal Auxiliary.
⏩1. Primary Auxiliaries: যে Verb অবস্থানুযায়ী সাহায্যকারী আবার অবস্থানুযায়ী Principal Verb হিসেবে ব্যবহৃত হয় তাকে Primary Auxiliary Verb বলে। Primary Auxiliary Verb মোট ১৪টি। যথাঃ
>> to be (am/is/are/was/were/be/being/been)=৮ টি
>> to do (do/does/did)=৩ টি
>> to have (have/has/had)=৩ টি
⏩2. Modal Auxiliaries: যে Verb গুলির পর Main Verb এর Base Form বসে, to অথবা ing যুক্ত হয় না তাকে Modal Auxiliary Verb বলে। Modal Auxiliary Verb মোট ১৩টি। যথাঃ
>> Shall, Should, Will, Would, Can, Could, May, Might, Must, Need, Dare, Ought to, Used to.
⏹Non-finite Verb নিয়ে আলোচনাঃ
Non-Finite Verb (অসমাপিকা ক্রিয়া): যে Verb দ্বারা Sentence-এর বক্তব্য শেষ হয় না এবং কোন Subject-এর Person, Number ও Tense অনুযায়ী যার রূপ পরিবর্তন হয় না তাকে Non-finite Verb বলে। যেমনঃ
I want to watch TV.
She wants to watch TV.
She has wanted to watch TV.
এখানে want, wants ও wanted হচ্ছে Finite Verb কারন প্রত্যেকটিতে পরিবর্তন দেখা যাচ্ছে। কিন্তু, দেখুন to watch অপরিবর্তিত রয়েছে। আর একেই Non-finite Verb বলে।
➡Non-infinite Verb তিন প্রকার। যথাঃ Gerund, Infinitive ও Participle.
⏩ 1. Gerund: যে Word Verb+ing দ্বারা গঠিত হয়ে একই সাথে Noun ও Verb এর কাজ করে তাকে Gerund বলে। Gerund কখনো Subject কখনো Object আবার কখনো বা Preposition-এর Object হিসেবে ব্যবহৃত হয়।
যেমনঃ
Swimming is a good exercise.
I could not help laughing.
He is tired of sleeping.
এখানে Swimming হলো Subject, laughing হলো Object ও sleeping হলো Preposition-এর Object.
অপরদিকে Verbal Noun হচ্ছে সেসব Gerund, যা Noun এর কাজ করে কিন্তু Verb এর কাজ করে না।
⏹ Verbal Noun দু’ভাবে গঠিত হয়।
➡ Suffix যোগেঃ refuse+al = refusal, accept+ance = acceptance, judge+ment = judgement etc.
➡ ing যোগেঃ believe+ing= believing, love+ing= loving, walk+ing= walking etc.
[ Structure: The+gerund+of ] তার মানে হচ্ছে, Verb+ing এর পূর্বে the এবং পরে of বসে। যেমনঃ
I like the reading of English.
The refusal of my proposal saddened me.
তবে, I like reading English. এখানে reading হলো Gerund. কি, বুঝতে পারলেন তো???
[ মনে রাখবেনঃ সব Gerund-ই Verbal Noun কিন্তু সব Verbal Noun Gerund নয় ]
⏩ 2. Infinitive: যে Non-finite Verb সবসময় Base Form থাকে এবং তার পূর্বে to থাকে তাকে Infinitive বলে।
যেমনঃ
She is too weak to walk.
I had a match to play.
এখানে to walk ও to play হচ্ছে Infinitive Verb.
[ মনে রাখবেনঃ Infinitive এর সাথে প্রায়শই to ব্যবহৃত হয়। কিন্তু বিশেষ কতগুলো Verb আছে যেমন- bid, let, make, need, are, see, hear, help এগুলোর পর Infinitive ব্যবহার করলে তাদের পরে to বসে না to উহ্য থাকে ]
যেমনঃ
He bade me go.
Let me sit here.
Make him understand.
কোন কিছু নির্ধারিত হয়ে আছে বুঝাতে be to এবং বাধ্যবাধকতা বুঝাতে have to/has to বসে। যেমনঃ
I am to do it. ( এটি করার কথা )
He is to go there. ( যাওয়ার কথা )
I have to do it. ( করতে হবে )
He has to go there. ( যেতে হবে )
⏩ 3. Participle: Participle হচ্ছে Verb-এর সেই পরিবর্তিত রূপ যা একইসাথে Verb ও Adjective-এর কাজ করে। Participle তিন প্রকার। যথাঃ
⏩ Present Participle ( verb+ing )
⏩ Past Participle ( verb এর 3rd form )
⏩ Perfect Participle ( having+V3 )
⏩1. Present Participle-এ Verb এর সাথে ing যুক্ত হয়ে Adjective-এর মতো কাজ করে।
যেমনঃ
*A rolling stone gathers no moss.
*Look at the setting sun.
⏩2. Past Participle-এ Main Verb-এর 3rd form বসে Adjective-এর মতো কাজ করে। যেমনঃ
*The broken bottle was on the table.
*I saw a written letter on the floor.
⏩3. Perfect Participle-এ প্রথমে having তারপর Main Verb-এর 3rd form বসে Adjective-এর মতো কাজ করে। যেমনঃ
*Having completed his homework, John went to play.
*Having had her dinner, Sara went to bed.
[ মনে রাখবেনঃ Noun এর নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য অথবা Active Mood-এ থাকলে Present Participle হবে এবং Noun-এর উপর আরোপিত কোনো বৈশিষ্ট্য বুঝালে অথবা Passive Mood-এ থাকলে Past Participle হবে। ]
যেমনঃ
*I saw a boy playing in the field.
*There is a burnt building.
এখানে প্রথমটি হচ্ছে Present Participle এবং দ্বিতীয়টি হচ্ছে Past Participle.
No comments:
Post a Comment